মোঃ রাশিদুল হাসান জিহাদ, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের মুক্তাগাছায় ভোটকেন্দ্রের পাশের একটি বিদ্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে।
উপজেলার মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার রাত সাতটার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাত সাতটার দিকে বিদ্যালয়ের চারটি রুমে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মুক্তাগাছা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিসের নেতৃত্বে ছিলেন মুক্তাগাছা ফায়ার স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর সুশান্ত কুমার দে মন্ডল।
আগুন নিয়ন্ত্রণে পুলিশ ও আনসারের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা সহযোগিতা করেন।
প্রত্যক্ষদর্শীদের মতে,বিদ্যালয়টি অনেক পুরাতন মনে হচ্ছে বৈদ্যতিক শক-সার্কিট থেকে আগুন লেগেছে।
এ ব্যাপারে জানতে চাইলে মুক্তাগাছা থানার অফিসার্স ইনচার্জ ফারুক আহমেদ বলেন, ঘটনার পরপরই আমার নেতৃত্বে সঙ্গীয় অফিসার্স এবং ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করি। স্থানীয় ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এর সার্বিক সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে যে, বৈদ্যুতিক শট সার্কিট এর মাধ্যমেই অগ্নিসংযোগের সূত্রপাত ঘটতে পারে।
টেলিফোন বার্তায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মোঃ শহীদ উদ্দিন বলেন, অগ্নি সংযোগের খবর পাওয়া মাত্রই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
আগুন লাগা প্রসঙ্গে মুক্তাগাছা ফায়ার স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর সুশান্ত কুমার দে মন্ডল জানান, বিদ্যালয়টিতে হঠাৎ আগুন লাগে,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। কিভাবে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন,তা এখনই বলা সম্ভব হচ্ছে না। তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।