সফিকুল ইসলাম হিরু, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠীতে অবরোধের সমর্থনে জেলা যুবদলের মিছিলে হামলা চালিয়ে ২ যুবদল নেতাকে ধরে পুলিশে দিয়েছে যুবলীগ নেতৃবৃন্দ। ৭ ডিসেম্বর বৃহস্পতিবার ঝালকাঠী জেলা যুবদলের সদস্য সচিব এ্যাড. আনিসুর রহমান খান এর নেতৃত্বে ঝালকাঠী – বরিশাল আঞ্চলিক সড়কে ভৈরবপাশা এলাকায় দুপুর ১.০০ টার দিকে নির্বাচনী তফসিল বাতিল নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের ১ দফা দাবীতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলের শেষ দিকে স্থানীয় ভৈরবপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ রাজিব হোসেন এর নেতৃত্বে ৪/৫ টি মটর সাইকেল নিয়ে যুবলীগ নেতা কর্মীরা হামলা চালিয়ে জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ সোহাগ খান এবং ঝালকাঠি পৌর যুবদল নেতা মোঃ মুশফিকুর রহমান মুশফিক কে ধরে বেদম মারপিট করে আটকে রাখে। আহত যুবদল নেতাদের মিছিলে অংশ গ্রহণ করার অপরাধে যুবলীগ নেতা পুলিশকে ফোন করলে পুলিশ এসে যুবদল নেতাদ্বয় কে নলছিটি থানায় নিয়ে আসেন। ঝালকাঠী জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ হোসেন এবং সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন, জেলা যুবদলের আহবায়ক মোঃ সামিম তালুকদার এবং সদস্য সচিব আনিসুর রহমান খান শান্তিপূর্ন বিক্ষোভ মিছিলে যুবলীগের হামলা বেআইনী আটক এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ( দপ্তরের দায়িত্বে থাকা) এ্যাড. মিজানুর রহমান মুবিন যুবদল নেতাদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে শান্তিপূর্ন কর্মসুচীতে যুবলীগের হামলা ফ্যাসিবাদী শাসনের চরম বহিঃপ্রকাশ এবং ঘৃনিত ঘটনা বলে মনে করে জেলা বিএনপি। জেলা বিএনপি নেতৃবৃন্দ অনতিবিলম্বে আটক যুবদল নেতাদ্বয়ের নি:শর্ত মুক্তি এবং তাদের উমর নির্মম হামলাকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আটক যুবদল নেতৃদ্বয় নলছিটি থানা পুলিশ হেফাজতে রয়েছে। তাদের কে নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করায় প্রক্রিয়া চলছে।