দিগরাজ আলজামিয়াতুল আরাবিয়া মসজিদুল উলূম কওমি মাদ্রাসায় পুরুষ্কার বিতরন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মোঃ শামীম হোসেন - খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ- মোংলার দিগরাজ আলজামিয়াতুল আরাবিয়া মসজিদুল উলূম কওমি মাদ্রাসায় বার্ষিক কেরাত, গজল, নাথ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। ১১ নভেম্বর শনিবার সকাল ৯ টায় মাদ্রাসার শ্রেণী কক্ষে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ ও ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত পুরুষ্কার বিতরনী ও অভিভাবক সমাবেশে মাদ্রাসার মোহাতামিম মাওলানা মাকসুদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী মোহাতামিম মাওলানা মইন উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার কেরাত, গজল, নাথ ও উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের মধ্যে পুরুষ্কার ও অভিভাবকদের সাথে মাদ্রাসার উন্নয়নের জন্য সার্বিক বিষয়ে আলোচনা করেন মাদ্রাসার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সৈয়দ গাউছুল আজম। তিনি মাদ্রাসার আরো উন্নতি ও শ্রী বৃদ্ধির জন্য সকলকে আল্লাহর কাছে মোনাজাতে দোয়া করতে বলেন। তিনি আরো বলেন আপনারা যারা আপনাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেছেন সকলে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করেছেন। আল্লাহ সকলকে জান্নাতুল ফেরদৌস দান করুক- আমিন। এসময় আরো উপস্থিত থেকে মাদ্রাসার উন্নয়ন কল্পে ও শিক্ষার্থীদের আরো মনোযোগী হয়ে পড়াশোনা করার জন্য দিকনির্দেশনা মূলক বক্তৃতা করেন মাওলানা নুর আলম, হাফেজ মাওলানা শাহিনুর রহমান, মাওলানা শাহাদাত হোসেন, জামাত খানার হাফেজ মাওলানা আব্দুল রহিম, হাফেজ মাওলানা মহিদুল ইসলাম। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মোংলা ইপিজিয়েট মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ ইয়াসীন, অভিভাবক নুরুল ইসলাম জোমাদ্দার প্রমুখ। বক্তৃতায় প্রথম স্থান অধিকার করেন হাফেজ মোঃ দারে নাইম। এছাড়া কেরাত, গজল, নাথসহ সকল বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরন করা হয় এবং উপস্থিত সকলের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে মোনাজাতে দোয়া করা হয়।