চট্টগ্রামে র্যাবের অভিযানে গ্রেপ্তার ১১
মাসুদ পারভেজ
তারা মারামারি, জমি দখলের পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাইয়ে জড়িত বলে র্যাব দাবি করছে।
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ ও পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে ‘কিশোর অপরাধী চক্রের’ ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তারদের মধ্যে রিয়াজ উদ্দিন সানি (২৪), সাদ্দাম হোসেন (২০), আব্দুল মান্নান (২০), তানভীর (২০), সোহেল রানা (২১), রবিউল হোসেন (১৮) ও আল রাব্বিকে (২৪) বায়েজিদ থানা এলাকা থেকে এবং পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকা থেকে মো. জসিম (২৫), মো. রাকিব (১৯) বেলাল মিয়া ওরফে সাজু (২৩) এবং ১৫ বছর বয়েসী আরেক কিশোরকে গ্রেপ্তার করা হয়।
বায়েজিদ এলাকা থেকে গ্রেপ্তার সাত জন ‘সানি গ্যাং’ ও পাহাড়তলী এলাকা থেকে গ্রেপ্তার হওয়ারা ‘পিচ্চি শাকিব গ্যাংয়ের’ সদস্য বলে জানিয়েছে র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়েজিদ এলাকা থেকে গ্রেপ্তার দলটির নেতৃত্বে আছে রিয়াজ উদ্দিন সানি, যিনি একটি হত্যা মামলার আসামি। তারা প্রকাশ্যে রাস্তায় মারামারি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত।
‘পিচ্চি শাকিব গ্যাং’র সদস্যরা পাহাড়তলী এলাকায় টাকার বিনিময়ে বিভিন্নজনের হয়ে মারামারি, জমি দখলের মত বিভিন্ন অপরাধমূলক কাজে অংশ নেওয়ার পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাইয়ে জড়িত বলে র্যাব দাবি করছে।