শ্যামপুর মডেল থানার ওসি নজরুল ইসলাম যোগদানের পর বদলে গেছে থানার চিত্র
মোঃ খাইরুজ্জামান সজিব
সিনিয়র চীফ রিপোর্টার
মোঃ নজরুল ইসলাম শ্যামপুর মডেল থানায় যোগদানের পরেই পাল্টে যায় শ্যামপুর মডেল থানার চিত্র। পুলিশ শাসক নয়, পুলিশ শোষক নয়, পুলিশ জনগনের সেবক। এই মন্ত্রে উজ্জীবিত এখন পুরো শ্যামপুর মডেল থানার সকল সদস্য। তাই হ্রাস পেয়েছে পুলিশ কর্তৃক মানুষের হয়রানি। ন্যায়বিচারের মূলে পুলিশের নিরপেক্ষতা এবং সততা। এর সাথে জড়িয়ে রয়েছে দেশের অন্যতম একটি বাহিনীর ভাবমূর্তি। একমাত্র এই বাহিনীকেই জনসাধারণের সহস্পর্শে যেতে হয়,পেশাদারিত্বের স্বার্থে। তাই অনেক সময় বিভিন্ন কারনে বা অকারনে লোভ- লালসা
বশবর্তী হয়ে পড়েন কিছু সদস্য। এসব বিষয় বিবেচনায় রেখে সাহসী কিছু উদ্যোগ নিয়েছেন ওসি মোঃ নজরুল ইসলাম। সকল শক্তি অপশক্তিকে অপেক্ষা করে মেধা,যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে কনেস্টেবলদের প্রতিশ্রতি পূরণে প্রেরণাদীপ্ত পরাঙ্গমতা প্রদর্শনের সফল হয়েছেন তিনি। ওসি মোঃ নজরুল ইসলাম শ্যামপুর মডেল থানায় গত- ১৫/০১/২০২৩ ইং তারিখে যোগদানের পর থেকেই তার কাজের সাফল্য ধারাবাহিকতা কালের সাক্ষী হয়ে থাকবে শ্যামপুর মডেল থানার ইতিহাসে। শ্যামপুর মডেল থানায় যোগদানের পর তিনি সাধারণ মানুষের পাশাপাশি জয়-করে নিয়েছেন বিভিন্ন মহলেরও মন। শ্যামপুর মডেল থানার সকল এলাকার যুব সমাজ যখন মাদকের ছোবলে ধবংসের দ্বারপ্রান্তে তখন মাদকের বিরুদ্ধে রীতিমত যুদ্ধ ঘোষনা করেছেন তিনি। ওসি মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে রীতিমত চেকপোষ্টও অভিযানে মাদক উদ্ধার হচ্ছে ফলে প্রায়ই উদ্ধার হচ্ছে মাদক। শ্যামপুর মডেল থানায় তার যোগদানের পর পাল্টে যেতে শুরু করে পুলিশের বেশ কিছু চিত্র, পরিবর্তন আসে সকল ক্ষেত্রে। তার দক্ষ তদারকিতে নিয়মিত চেকপোষ্ট,বিট পুলিশিং মিটিং, ওপেন হাউজ ডে,সিনিয়র অফিসারদের উপস্থিতি তে ওপেন হাউজ ডে সাধারন জনতার পরামর্শের গুরুত্ব দিয়ে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন করা হচ্ছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে এলাকায় যেনো কেনো জঙ্গী তৎপরতা বাড়াতে না পারে। সেজন্য রীতিমত সিআইএম,এস ফরম বিতরনও সংগ্রহ অভিযান জোরদার করা হয়েছে। এসময় এ পুলিশ কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি চ্যানেল ওয়ান বিডি ডট কে জানান আমার ওয়ারী বিভাগের সুযোগ্য উপ-পুলিশ কমিশনার জিয়াউল আহসান তালুকদার স্যার,এডিসি শ্যামপুর জোন এবং শ্যামপুর কদতলী থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ নূর নবী স্যারের দিক নির্দেশনায় শ্যামপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়মিত টিম ওয়ার্ক যোরদার করা হচ্ছে। জনগনের জান মালের রক্ষায় শ্যামপুর মডেল থানা পুলিশ বদ্ধপরিকর। ওসি নজরুল ইসলাম আরো জানান বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় থানার আশ-পাশের আঙ্গিনা নিয়মিত পরিষ্কার করা হচ্ছে।