ফকিরহাটে তিন গরু চোরকে আটক করে পুলিশে সোপর্দ
মোঃ হাফিজুর রহমান
বাগেরহাটের ফকিরহাটে মাঠে ঘাস খাওয়ানোর জন্য বাঁধা ১টি গরু মাহিন্দ্রা গাড়িতে নিয়ে পালানোর সময় জনতার হাতে তিন গরুচোরকে গরু সহ আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মধ্য বাহিরদিয়া গ্রামের উত্তরের মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যদর্শীরা জানান, মানসা-বাহিরদিয়া ইউনিয়নের মধ্য বাহিরদিয়া গ্রামের ওমর ফারুকের একটি বখনা বাছুর পাশ্ববর্তী মাঠে ঘাস খাওয়ানোর জন্য বাধা ছিল। এসময় তিন চোর বকনা বাছুরটির রশি খুলে তাদের সাথে থাকা থ্রি-হুইলার (মাহেন্দ্র) গাড়িতে তোলে। বিষয়টি দেখে স্থানীয় রবিউল মোল্লা চিৎকার করলে চোর গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু রাস্তায় থাকা লোকজন ও প্রতিবেশীরা ভ্যান দিয়ে রাস্তায় ব্যারিকেট দিয়ে গরুসহ চোরদের ধরে ফেলেন। তারা হলেন খুলনার দৌলতপুর উপজেলার দেয়ানা গ্রামের সামসুল শেখের ছেলে নুরুল ইসলাম, দৌলতপুর উপজেলার হাজরা গ্রামের ইসলাম শেখের ছেলে আলামিন ও খুলনা লবনচোরা এলাকার হালিম শেখের ছেলে মনিরুল ইসলাম মনি।
পরে খবর দিলে ফকিরহাট মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র পাল ও বাহিরদিয়া পুলিশ ফাঁড়ির আইসি মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে চোরদের থানায় নিয়ে যায়। এলাকাবাসী জানায়, গত দুই সপ্তাহ ধরে উক্ত এলাকায় একাধিক গরু ও ছাগল চুরির ঘটনা ঘটেই চলেছে। এ কারণে এলাকাবাসী সচেতন থাকায় চোরদের আটক করা সম্ভব হয়েছে। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মু. আলীমুজ্জামান জানান, প্রাথমিক ভাবে মনে হচ্ছে আটক হওয়া তিনজন পেশাদার গরু চোরচক্রের সদস্য। এদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদেরকে কোর্টে প্রেরণ করা হবে। ##