ফকিরহাটে ভেনামী চিংড়ির বানিজ্যিক চাষ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মোঃ হাফিজুর রহমান
ফকিরহাটে বাণিজ্য মন্ত্রণালয়ের ফিশারী প্রডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও বাংলাদেশ ফ্রোজেন ফুড্স এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন (বিএফএফইএ) এর যৌথ উদ্যোগে চিংড়ির উৎপাদন ও রপ্তানী বৃদ্ধিতে বাগদার পাশাপাশি অধিক উৎপাদনশীল ভেনামী চিংড়ির বাণিজ্যিক চাষের আবশ্যকতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জুন) সকাল ১০টায় উপজেলার কাটাখালীস্থ লখপুর গ্রুপের কপোর্রেট কার্যালয়ের সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে বিএফএফইএ’র ভাইস-প্রেসিডেন্ট আব্দুল বাকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) দেব পাল। বিশেষ অতিথি ছিলেন বিপিসির নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার, রূপসা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফকিরহাট উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী পলাশ সেন। সেমিনারে ফকিরহাট, রূপসা ও রামপাল উপজেলার ৬০জন চিংড়ি চাষী উপস্থিত ছিলেন।