ফকিরহাট ডহরমৌভোগ স্কুলে চেঞ্জরুম উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মোঃ হাফিজুর রহমান :
ফকিরহাটের ডহরমৌভোগ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। এসময় বিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকাল চেঞ্জরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ জুন) বিকেল ৫টায় ডহরমৌভোগ মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য শেখ আ. রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আলতাফ হোসেন টিপু, স্থানীয় ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি।
এতে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি প্রহলাদ চন্দ্র হীরা। মানপত্র পাঠ করেন প্রধান শিক্ষক উত্তম কুমার দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক অজামিল ঢালী। এসময় জনপ্রতিনিধি, অভিভাবক,এসএমসির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।