আগামী ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগ বটিয়াঘাটা উপজেলা শাখার আয়োজনে ০৬ ডিসেম্বর বুধবার বিকাল ০৩ টা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশিদ, চেয়ারম্যান, জেলা পরিষদ খুলনা ও সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখা।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ননী গোপাল মন্ডল, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী খুলনা -১( বটিয়াঘাটা -দাকোপ)।
আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী পঞ্চানন বিশ্বাস, এম,পি মাননীয় হুইপ মহান জাতীয় সংসদ।সভাপতিত্ব করেন মোঃ আশরাফুল আলম খান, চেয়ারম্যান বটিয়াঘাটা উপজেলা পরিষদ ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বটিয়াঘাটা উপজেলা শাখা। সমগ্রহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিলীপ হালদার, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, বটিয়াঘাটা উপজেলা শাখা ও সদস্য, খুলনা জেলা পরিষদ। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।