৩১৩ জন বদর কমিটির সদস্য সম্মেলন ক্রেস ও সনদ প্রদান
মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ফকিরহাট সদর ইউনিয়নের পাইকপাড়া নাজমুস সায়াদাত খানকা শরিফ ও হাফেজি মাদ্রাসার উদ্যোগে ৩১৩ জন স্থায় সদস্য সংগ্রহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে সদস্যদের ক্রেস ও সনদ বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও সভাপতিত্ব করেন আলহাজ্ব হযরত মাওলানা আবুল খায়ের মুহাম্মাদ নূহ প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোওলানা ঈসা আবদুল্লাহ মোওলানা এবি এম তৈয়েবুর রহমান মোও: গোলাম মোস্তফা মোও: সিরাজুল ইসলাম অধ্যাক বারুইপাড়া মাদ্রাসা মোও: মোফাজ্জল হায়দার মোও: আলী আহমদ হাফেজ মোও: আব্বাস উদ্দিন সহ অনেক আলেম ওলামা অনুষ্ঠানের পূর্বে অত্র মাদ্রাসার। হেফজ শেষ করা ছাত্রদের পবিত্র কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এ সময় তেলাওয়াত করেন হাফেজ মোঃ নাহিদ হাসান হাফেজ মোঃ আল আমিন হাফেজ মোঃ মল্লিক নাইমুল ইসলাম ইসলামী সংগীত পরিবেশন করেন হাফেজ মোঃ নাইমুল ইসলাম ও সম্মিলিত ছাত্ররা
এসম বলেন বর্তমানে মাদ্রাসার মোট ছাত্র সংখ্যা ৬৫ জন ২০২৩ সালে অত্র মাদ্রাসা থেকে হাফেজ হয়েছেন ৭ জন এবং চলতি বছরে হাফেজ হয়েছেন ৯ জন এভাবে আপনাদের সহযোগিতায় প্রতি বছর পবিত্র কুরআনের হাফেজ হচ্ছেন সুনামের সহিত যারা পবিত্র রমজান মাসে খতম তারাবীহ পড়ানোর যোগ্যতা সহিত বের হচ্ছেন অনুষ্ঠানের শেষে বদর কমিটির সদস্যদের মাঝে সম্মানিত করার জন্য ক্রেস ও সনদ বিতরণ করা হয় তার পর দুপুরের ভোজনের ব্যবস্থা গ্রহণ করেন মাদ্রাসা কর্তৃপক্ষ