মোঃ মিন্টু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি
২১শে আগষ্ট ২০০৪ সালের ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদ এবং ওই দিনের সকল আওয়ামীলীগ নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২১শে আগষ্ট রোববার গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলী খানের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করা হয়।উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবউদ্দিন আজম,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃইউসুফ আলী এড,চৌধুরী খায়রুল আলম,দপ্তর সম্পাদক ইলিয়াস হক,মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা খানম,আইন বিষয়ক সম্পাদক এড এম জুলকদর রহমান, সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসহ অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এসময় বক্তরা বলেন ২১শে আগষ্ট গ্রেনেড হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তোবাক বিতরণ করা হয়। এছাড়াও গোপালগঞ্জ সেচ্ছাসেবকলীগের আয়োজনে পৌর শহীদ মিনার থেকে মোমবাতি জ্বালিয়ে পথযাত্রা শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষন করে শেষে শহরের পাবলিক হল মোড়ে গিয়ে শেষ হয়।