মোঃ রাশিদুল হাসান জিহাদঃ বাংলাদেশ স্কাউটস, মুক্তাগাছা উপজেলা'র সর্বপ্রথম ও প্রাচীনতম স্কাউট গ্রুপ মুক্তাগাছা আর কে সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ।
প্রতিবছর স্কাউট গ্রুপটি নতুনত্ব নিয়ে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাওয়ার পিছনে যারা নিরলস পরিশ্রম করছেন তাদের মধ্যে অন্যতম মুক্তাগাছা আর কে সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের গ্রুপ সভাপতি কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম, গ্রুপ সম্পাদক শাহ্ ওয়ালীউল্লাহ মাসুদ, গ্রুপ ইউনিট লিডার মোঃ মোক্তার হোসাইনসহ মুক্তাগাছা আর কে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাণপ্রিয় শিক্ষকমন্ডলি ও প্রাক্তন সিনিয়র স্কাউট বৃন্দ।
মুক্তাগাছা আর কে সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ প্রতিবছর ডে ক্যাম্প, বার্ষিক ক্যাম্প, স্কাউট ওন, সাপ্তাহিক ট্রুপ মিটিং এর আয়োজন করে। এছাড়াও উপজেলা, জেলা, অঞ্চল, জাতীয় ও আন্তর্জাতিক স্কাউট ক্যাম্পে অংশগ্রহণ করে।
প্রতিবছর কিছু সংখ্যক স্কাউট ও গার্ল ইন স্কাউট এই স্কাউট গ্রুপ থেকে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড, সমাজ উন্নয়ন ও ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করে থাকে।
প্লাষ্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ কার্যক্রমে ময়মনসিংহ অঞ্চল থেকে এই স্কাউট গ্রুপের প্রায় ২৪ জন এই ব্যাজ টি অর্জন করে।
২০১৯ সালে মুক্তাগাছা আর কে সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের স্কাউট শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয় মুক্তাগাছা উপজেলায়।
বাংলাদেশ স্কাউটস, মুক্তাগাছা উপজেলায় ২০২২ এবং ২০২৩ সালে পরপর দুই বার শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হয় মুক্তাগাছা আর কে সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ।
বর্তমান গ্রুপ সভাপতি কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম বলেন, স্কাউট এবং গার্ল ইন স্কাউট'রা আমাদের শিক্ষকমন্ডলীর সিদ্ধান্ত এবং পরামর্শ মেনে কাজ করে বিধায়
মুক্তাগাছা আর কে সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ প্রতিবছর শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হয়। সাফল্যের এই ধারাবাহিকতা অক্ষুন্ন থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং উপজেলা প্রসাশন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মুক্তাগাছা, ময়মনসিংহ এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।