১৩ কেজি ওজনের কষ্টি পাথরের মুর্তি উদ্ধার।
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
মোঃ নাসিমুল হক নাসিম,
ঠাকুরগাঁও জেলার হরিপুরে ১৩ ওজনের কষ্টি পাথরের সন্ধান পাওয়া গেছে।
১২ এপ্রিল ( বুধবার) সকালে হরিপুর উপজেলার ৩ নং বকুয়া ইউনিয়নে কিসমত ভৈষা গ্রামের মোঃ তমিজউদদীনের চাঁড়াল দিঘী নামক পুকুর থেকে মাটি খনন করার সময় ১৩ কেজি ওজনে একটি কষ্টি পাথর পাওয়া গেছে । পুকুর খনন করা শ্রমিক কুষ্টি পাথর দেখে চিৎকার দেওয়া শুরু করলে। পরে তারা হরিপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক হরিপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পাথরটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে হরিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন--- এটি কুষ্টি পাথর কিনা তা পরীক্ষা করে পরে জানা যাবে।