মোঃ শামীম হোসেন - খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ- হিন্দু সম্প্রদায়ের শ্যামা কালীপূজা উৎযাপন উপলক্ষে আজ খুলনার প্রতিটি কালি মন্দিরে আলোক সজ্জায় সুসজ্জিত। বিশাল জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে খুলনা এলাকায় এবার কালিপূজা উৎযাপন হচ্ছে। আর এই শ্যামা কালীপূজাকে কেন্দ্র করে সন্ধ্যায় প্রতিটি বাড়িতে আনাচে-কানাচে, শশ্নানঘাট, নদীর পাড়ে, পুকুর পাড়, ব্যবসা প্রতিষ্ঠান, দোকান -পাট ও প্রতিটি কালীমন্দিরে মোমবাতি, মাটি দিয়ে তৈরি প্রদীপ এমনকি বিভিন্ন প্রকার মিউজিক লাইট জ্বালিয়ে দীপাবলী উৎসবের আনন্দে মেতে উঠতে দেখা যায়। এছাড়া সন্ধ্যার পরে ছেলে - মেয়েদেরকে বাজি ফুটিয়ে আনন্দ করতে দেখা যায়। খুলনা জেলার রুপসা, ডুমুরিয়া, বটিয়াঘাটা, ফুলতলা, পাইকগাছা, দিঘলিয়া ও দাকোপ উপজেলা ঘুরে দেখা যায় কালীমন্দির গুলোতে মা কালির ভক্তরা কালি পূজা করে কালিমায়ের সন্তুষ্টি লাভের আশায় ও মায়ের কাছে সকল চাওয়া পাওয়া নিরসনের আশায় মায়ের চরনে নিজদেরকে বিলিয়ে দিয়ে পূজায় মেতে উঠেছে । ১২ই নভেম্বর রবিবার রাতে অনুষ্ঠিত হচ্ছে মহা-ধুমধামের মধ্যে দিয়ে এবারের কালি পূজার সকল অনুষ্ঠান বলে জানান প্রতিটি কালীমন্দির কমিটির সদস্যরা। এছাড়া কথা হয় বাজুয়া চড়ার বাঁধ কালি মন্দির কমিটির সভাপতি ও বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানস কুমার রায়ের সাথে তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলে আমরা এতো সুন্দর ভাবে ধর্মীয় উৎসব পালন করতে পারছি। সকলে কালি পূজার আনন্দে মেতে উঠেছে। আর কালি পূজাকে কেন্দ্র করে এখানে প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম হয় আর চড়া নদীতে দীপাবলী উৎসবকে ঘিরে প্রতি বছর দুইদিন ব্যাপী যে পুরুষ ও মহিলা নৌকা বাইচ প্রতিযোগিতা এবং বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তা এবারও দুইদিন ব্যাপী নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। আগামী২৩ নভেম্বর পুরুষ নৌকা বাইচ, ২৪ নভেম্বর মহিলা নৌকা বাইচ এবং ২৫ নভেম্বর বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া মন্দির গুলোতে ও রাস্তার পাশ দিয়ে ব্যাপক লাইটিং করা হয়েছে যা দেখলে চোখ জুড়িয়ে যায়। প্রতি বছরের ন্যায় এবারও আমাদের মন্দিরে ব্যাপক ভক্তের সমাগম হয়েছে।