মোঃ শামীম হোসেন - খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ- হিন্দু ধর্মালম্বীদের আজ লক্ষ্মী পূজা। প্রতিটি বাড়ি এই পূজা অনুষ্ঠিত হবে একে অপরের বাড়ি যেয়ে প্রসাদ খাওয়ার মহা-উৎসবে মেতে উঠবে। লক্ষ্মী পূজা উৎযাপন করার উদ্দেশ্য বাজুয়া বাজারে ও দাকোপ উপজেলার প্রতিটি বাজারে ফুল বেচতে দেখা যায়। বাজুয়া ইউনিয়নের কচা গ্রামের ইন্দ্রজিত সানা লক্ষ্মী পূজার জন্য বাজুয়া চড়ার বাঁধে পাটকড়ি ও রং বেরংয়ের ফুল বিক্রয় করে। ফুল বিক্রয় করতে আসা ইন্দ্রজিত সানা বলেন এবার তেমন ফুল বিক্রয় হচ্ছে না। আমরা বহু বছর ধরে পূজা আসলে ফুল বিক্রয় করি। আমার ঠাকুর দাদা ফুল বিক্রয় করতো তারপর আমার বাবা ফুল বিক্রয় করেছে এখন আমি ফুল বিক্রয় করছি। তবে এবছর বেচাকেনা একেবারে কম। এলাকায় মানুষের খুবই আর্থিক অনাটন চলছে এবছর তাই ফুল বেচা-কেনা খুবই কম। অন্যান্য বছর পূজা আসলে ফুল, লেবু, আখ, কলা, বাতসা, মুড়ি কেনা ও খৈ ফটানোর হিড়িক পরতো কিন্তু এবছর বেচা-কেনা একাবারে কম। মানুষ কোন রকম অল্প স্বল্প কেনাকাটা করে পূজা করবে বলে মনে হচ্ছে।