হালদা নদী থেকে ২ হাজার মিটার জাল জব্দ
সাহাবুউদ্দিন চট্টগ্রাম
বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী থেকে ২ হাজার মিটার ছোট ফাঁসের সুতার জাল ও ৫টি ঠেলা জাল জব্দ করেছে নৌ পুলিশ।
সোমবার (৮ মে) হালদা নদীর কদুরখিল ও হালদা নদীর মোহনা এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে নৌ পুলিশ।
হাটহাজারী উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাশ মুন্সির হাটস্থ হালদা অস্থায়ী নৌ পুলিশ ইনচার্জ (এস আই) মোঃ মাহফুজুল হাসান বলেন, হালদায় মা মাছের বিচরণ বেড়েছে। হালদা মৎস প্রজননের অভয়ারণ্য। এ প্রজনন মৌসুমেও হালদায় মাছ শিকারিরা মা মাছ ও পোনা আহরণ বন্ধ করেনি। পোনা ও মা মাছ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে হালদার বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ৫০০ মিটার করে মোট ৪টি ছোট ফাঁসের সুতার জাল ও ৫ টি ঠেলা জাল জব্দ করা হয়েছে।
হালদা নদীর জীববৈচিত্র্য সুরক্ষায় নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এস আই মাহফুজুল ইসলাম।