মোঃ আলাল উদ্দিন, পাবনা জেলা প্রতিনিধি-
পাবনা সদর উপজেলা চর ভাঁড়ারা রজব আলী শেখ হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় কুরআন হাতে দেওয়া ও ছবক প্রদান অনুষ্ঠিত হয়, ২৬ শে অক্টোবর শনিবার সকাল ১১ টায়।
এসময় ছাএদের হাতে কুরআন শরীফ তুলে দেন মুহ্তামিম হযরত মাওঃ মুফতি নাজমুল হাসান।
প্রধান অতিথির বক্তব্য পাবনা জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আনিসুল হক বাবু বলেন, কুরআন হলো পৃথিবীর শ্রেষ্ট কিতাব, যে ব্যাক্তির মাঝে প্রকৃত কুরআনের শিক্ষা আছে তার দ্বারা সমাজ ও রাষ্ট্রের কল্যান বয়ে আনে। প্রত্যেক পিতা মাতার উচিত নিজে কুরআন শিক্ষার পাশাপাশি সন্তানদের কুরআন শিক্ষা নিশ্চিত করা,আখিরাত ও দুনিয়ায় এর সুফল পাবে। পাবনা
জেলা বিএনপি সবসময় তাদের পাশে থাকবেন বলে জানান তিনি।
প্রধান আলোচকের বক্তব্য পাবনা জামেয়া আশরাফিয়া নায়াবে মুহ্তামিম হযরত মাওঃ মুফতি নাজমুল হাসান বলেন, মাদ্রাসায় পাঠদানের সময় ছাএ,ছাএী শাসন করলে তার অবিভাবকরা না বুঝে অনেক খারাপ ব্যাবহার করে।
তাদের বুঝতে হবে, শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর, তাই শাসন করার অধিকার রাখে। বিনা অপরাধে কেউ শিক্ষকের সাথে খারাপ ব্যাবহার করবেন না।
বিষেশ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,
বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব নজরুল ইসলাম নজু।
পাবনা জেলা ছাএদলের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জনাব ফিরোজ মাহমুদ, পরিচালনায় হাফেজ মাওলানা মোঃ আবু সাইদ, সার্বিক তও্বাবধানে, মোঃ মহিদুল ইসলাম।