বাবুল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ আজ মুক্তাগাছায় ইউনিয়ন ভূমি অফিসসহ উপজেলা ভূমি অফিস অচিরেই হয়রানিমুক্ত হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন জনাব রোমানা রিয়াজ, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ভূমি অফিস, মুক্তাগাছা। রবিবার সচেতন নাগরিক কমিটি (সনাক), মুক্তাগাছা এর উদ্যোগে ভূমিখাতে স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধি ও সেবার মানোন্নয়নের লক্ষ্যে ভূমি কর্তৃপক্ষের সাথে অধিপরামর্শ সভায় তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উক্ত সভায় আলোচ্য বিষয় ও অধিপরামর্শের প্রেক্ষিতে প্রধান অতিথির বক্তব্যে জনাব রোমানা রিয়াজ জানান, ‘যেকোনো প্রতিষ্ঠানে অভিযোগ ও পরামর্শ বক্স স্থাপন অপরিহার্য। সেবা সংক্রান্ত তথ্যবোর্ড স্থাপন ও নিয়মিত হালনাগাদ থাকতেই হবে। পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকল্পে উন্মুক্ত স্থানে ডাস্টবিন স্থাপন জরুরী। এছাড়া যেকোনো সেবাপ্রাপ্তির জন্য সেবাদাতা ও গ্রহীতার মধ্যে পেশাগত ও সুন্দর আচরণের বিকল্প নাই। একইসাথে হয়রানিমুক্তভাবে যথাসময়ে সেবা প্রাপ্তি সাধারণ জনগণের অধিকার। উক্ত বিষয়সমূহ ছাড়াও অন্যান্য ত্রুটিগুলো সমাধানে উপজেলা ভূমি অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সনাক-টিআইবি মুক্তাগাছা কর্তৃক উত্থাপিত সুপারিশগুলো অতিদ্রুত সমাধান করা হবে। এর কার্যকর বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে অফিস আদেশ প্রেরণসহ নানামূখী উদ্যোগ গ্রহণ করা হবে’।
সভায় সভাপতিত্ব করেন ভূমি বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক হেলাল উদ্দিন নয়ন। সনাক সদস্য মোহাম্মদ মুজাহিদুর রহমানসহ ইয়েস ও এসিজি সদস্যগণ উপস্থিত ছিলেন।