হতাশার মধ্যেও আশায় বুক বেধে কর্মব্যস্ত কর্মকার পট্টি।
মো: ওমর ফারুক, বাগেরহাট জেলা প্রতিনিধি।
কয়েকদিন পরেই ঈদুল আজহা। ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইসলাম ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে একটি।
ঈদুল আজহায় অসংখ্য সুস্থসবল পশু কুরবানী করা হয়।
এসব পশুর চামড়া ছাড়ানো এবং গোশত কাটাকুটির জন্য দরকার ছুরি, চাপাতি, দা, বটি।
ঈদকে সামনে রেখে কর্মকার পট্টিতে নতুন তৈরীর পাশাপাশি চলছে পুরাতন গুলো চকচকে ও মেরামতের কাজ।
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারের বাবু কর্মকার এবং কুমারেশ কর্মকার বলেন এবার নতুন জিনিস বিক্রি নেই বললেই চলে।
পুরাতন কিছু জিনিসপত্র আসছে মেরামত ও শাণিত করার জন্য তবে পরিমাণ খুবই কম।
অপরদিকে কয়লার দাম বেড়ে যাওয়ায় খরচ বেড়ে গিয়েছে।