স্বনামধন্য দুইবারের ইউপি চেয়ারম্যান মোঃ হোসেন আলী হুসীর নিকলি হাওর ভ্রমন।
আঃ রশিদ মেম্বার, প্রতিনিধি মুক্তাগাছা ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলাধীন দুল্লা ইউনিয়নের ভ্রমণপিপাসু স্বনামধন্য চেয়ারম্যান মোঃ হোসেন আলী হুসী বিভিন্ন সময়ে, বিভিন্ন শ্রেনীর লোকজনকে সাথে নিয়ে নিজ খরচে ভ্রমন করে জনপ্রিয়তা অর্জন করেছেন। বাংলাদেশের দর্শনীয় স্থান গুলিতে কখনো যুবদের, আবার কখনো মধ্যবয়সীদের, এবার ইউনিয়ন পরিষদের সকল স্টাফ সহ মেম্বার দের কে নিয়ে কিশোরগঞ্জ জেলার নিকলি হাওয়া ভ্রমনে অবস্থান করছেন। এলাকায় প্রচুর জনপ্রিয়তা রয়েছে তার। সকল শ্রেনীর লোকজন তার ভক্ত। তার পিতা মরহুম আতাব আলী এই দুল্লা ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান ছিলেন। মোঃ হোসেন আলী হুসী আওয়ামী লীগের যুবলীগ এর ইউনিয়ের সাবেক সভাপতি ছিলেন। তিনি একমাএ জনপ্রিয়তার জন্যই বিদ্রোহী প্রার্থী হিসাবে আনারস মার্কা নিয়ে প্রচুর ভোট পেয়ে, নৌকাকে পরাজিত করে জয়ী হয়েছেন। এলাকার বসবাসকারী জনগন বলেন মোঃ হোসেন আলী হুসি একজন ভালো মানুষ, তার প্রচুর জনপ্রিয়তা রয়েছে। আগামী সময়েও দির্ঘদিন তিনি চেয়ারম্যান থাকবেন বলে, জনগন মত প্রকাশ করেন।