সৌদি আরবে আগুনে ৯ বাংলাদেশীসহ নিহত ১০
বিশেষ প্রতিনিধি
সৌদি আরবের আল হাসা শহরের বানিজ্যক এলাকায় একটি ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৯ বাংলাদেশীসহ মোট ১০ জন নিহত হয়েছে। দেশটির স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এদুঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজশাহীর বাগমারার জফির উদ্দিনের ছেলে মোঃ রুবেল হোসাইন, জমিরের ছেলে মোহাম্মদ সাজেদুল ইসলাম, শাহাদাত হোসাইনের ছেলে আরিফ, আনিসুর রহমান সরদারের ছেলে ফিরুজ আলী সরদার। নাটোরের নলডাঙ্গার মোঃ দবির উদ্দিনের ছেলে মোঃ উবায়দুল। নওগাঁর আত্রাইয়ের আইজাক প্রমাণিকের ছেলে রমজান, রহমান সরদারের ছেলে বারেক সরদার। মাদারীপুরের কালকিনির ইউনুস ঢালীর ছেলে জুবায়েত ঢালী, এবং সাভারের নগরকুন্দার মৃত আলাউদ্দিনের ছেলে সাইফুল ইসলাম। বাকি নিহত ব্যক্তি ভারতীয় বলে জানা গেছে। রিয়াদে বাংলাদেশের দৃতাবাসের প্রেস উইংয়ের প্রথম সচিব ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে। জানান আগুনে ঘটনাস্থলেই ৭ বাংলাদেশী নিহত হন,বাকি দুজন কিং ফাহাদ হাঁসপাতালে বাঁন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের মরাদেহ গুলো হাঁসতালের মগে রাখা হয়েছে। প্রেস উইং বলেছে, আগুনের কারন তাৎক্ষণিকভাবে জানা যায়নি, এবং আমরা পরিস্থিতি নির্ভীরভাবে পর্যবেক্ষণ করছি। এছাড়া দূতাবাসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। ফকরুল ইসলাম বলেন সব আইনি প্রক্রিয়া শেষে মরাদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।