সেনা সদস্যের স্ত্রীকে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র
মোঃ মিন্টু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে এক সেনা সদস্যের স্ত্রীকে ফাঁদে ফেলে বিকাশের মাধ্যমে ৩৭ হাজার ৬০০ টাকা হাতিয়ে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ মোঃ প্রতারক চক্র। এ ঘটনায় ওই সেনা সদস্যের স্ত্রী কাশিয়ানী থানায় একটি জিডি করেছেন। প্রতারণার শিকার সেনা সদস্যের স্ত্রী নাম আশা বেগম। তিনি কাশিয়ানী থানার মাজড়া গ্রামে বসবাস করেন। তিনি জানান, আমার স্বামী শান্তি মিশনে সুইডেন আছে, প্রতারক রা আমার স্বামী র ইমো হ্যাক করে মেসেজ করতে থাকে, আমার স্বামীর বেতনের ট্যাক্স দাবি করে ৩৭ হাজার ৬০০ টাকা, এই টাকা যদি পরিশোধ না করি তাহলে নাকি আমার স্বামী বিদেশে বেতন পাবেন না। প্রতারক চক্রটি একজন সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে এই প্রতারণা টি করেন বলেন জানা গেছে। প্রতারক চক্রটি গত ২৪ শে জুলাই সেনা সদস্যের স্ত্রী কে তার ব্যক্তিগত নম্বরে এবং ইমো তে ফোন করে। এই টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ না করে, তাহলে তার স্বামী বেতন পাবেন না বলে হুমকি দিয়ে ৩৭ হাজার ৬০০ টাকা দাবি করে। 01326-791859 এই নম্বর টি থেকে ফোন করে প্রতারকরা সেনা সদস্যের স্ত্রী র সঙ্গে যোগাযোগ করে, ট্যাক্স এর টাকা দিলে তার স্বামী বিদেশে বেতন পাবে, আর না দিলে বিদেশে বেতন পাবে না বলেও জানায় প্রতারকরা। এমনকি সেনা সদস্যের ইমো হ্যাক করে হ্যাকার সেনা সদস্যের কন্ঠ নকল করে মেসেজ পাঠায় এবং বিকাশে টাকা দিতে বলে স্ত্রী’কে প্রতারকরা। আশা বেগম বলেন, আমি সরল বিশ্বাসে মাজড়া বাজার এলাকার বিকাশ এজেন্ট থেকে দুটি নম্বরে ৩৭ হাজার ৬০০ টাকা পাঠাই। এর মধ্যে ২৪ শে জুলাই সকাল ০৯ টা ৩৯ মিনিটে 01819-874633 এই নম্বরে ২৫ হাজার টাকা পাঠাই। পরে 018208-11483 এই নম্বরে ১২ হাজার ৬০০ টাকা পাঠাই, এবং পাঠানোর পর থেকে এই নম্বরগুলো বন্ধ রয়েছে। এ ঘটনায় ওইদিন সন্ধায় ৭ টায় কাশিয়ানী থানায় একটি জিটি করেছেন। জিটির বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী থানার ওসি মো. ফিরোজ আলম বলেন, এ ঘটনায় আমাদের থানার একজন উপপরিদর্শককে তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে এবং যেসব বিকাশ পয়েন্ট থেকে প্রতারণার টাকা উত্তোলন করা হয়েছে সেখানে অভিযান পরিচালনা হবে। প্রতারক চক্রটি ধরার চেষ্টা চলছে।