মোঃ তারেক রহমান সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
শাহজাদপুরে শফি ও তার লোকজন কর্তৃক অবৈধভাবে নদীতে জেলেদের মাছ শিকারের সীমানায় জোরপুর্বক প্রবেশ করে বাশের ঘের থেকে জেলেদের বিতারিত করা,
চাঁদা দাবি ও নির্যাতনের বিরুদ্ধে জেলেরা প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করেছে।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলি গ্রামের প্রায় অর্ধশত জেলে ( ১৯ অক্টোবর) বৃহস্পতিবার বিকেলে বাঘাবাড়ি ফরিদপুর মহা সড়কের পাশে একত্রিত হয়ে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান শফির বিরুদ্ধে খন্ড খন্ডভাবে বিক্ষোভ প্রদর্শন করে এবং তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। জেলেরা জানান শফি অত্র এলাকার একজন অত্যাচারী, নির্যাতনকারী ও জুলুমবাজ এবং জেলেদের নিকট থেকে জোরপূর্বক অর্থ আদায় করে থাকে । জেলেরা নদীর যেখানে বাশ দিয়ে ঘেরা দিয়ে মাছ শিকার করে জীবীকা নির্বাহ করে, সেখান থেকে তার নির্দেশে তারই লোকজন জোর করে জেলেদের ঘেরা দেওয়া বাশ খুটি উচ্ছেদ করে অন্যায়ভাবে নিজেদের দখলে নেয় । এতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করা জেলেরা চরম হতাশায় ভুগছে্। পরিবার পরিজন নিয়ে চরম বিপদে পড়েছে ওই এলাকার জেলে সম্প্রদায়।
তারা আরো জানান, বর্ষাকালে অত্র এলাকার অসহায় হত দরিদ্র জেলেরা একটি সরকারি বিল থেকে মাছ শিকার করে জীবীকা নির্বাহ করে কিন্তু এই শফি ও তার সাঙ্গপাঙ্গরা প্রতিদিন নৌকা প্রতি ৫ শত টাকা চাঁদা দাবি করে আর এই চাঁদা না দিলে মাছ শিকারে বাঁধা প্রদান করে এমনকি সে দলীয় প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দিয়ে জেল খাঁটায়। তার অত্যাচারে অতিষ্ঠ এলাকার অসহায় জেলেরা নিরুপায় হয়ে পড়েছে। তারা অত্যাচারী,চাঁদাবাজ শফির হাত থেকে রক্ষা পেতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করেছেন। অপরদিকে জোর করে জেলেদের নদীর সীমানা থেকে উচ্ছেদ করায় ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। যেকোন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশংকা দেখা দিয়েছে।