মোঃ তারেক রহমান সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলা পোতাজিয়া ইউনিয়নে ক্ষমতার বলে অবৈধ ভাবে জায়গা দখলের অভিযোগ এসেছে রইচ উদ্দিন এর নামে, তার এত অপর শক্তির উৎস কোথায় এ বিষয়ে ভুক্তভোগী মো: শওকত আলী ও মোঃ শামছুল আলী জানায় গত ১৭/১০/২০২৩ ইং তারিখে আনুমানিক রাত বারোটা দিকে আতংকা আমার বাড়ির উপর হামলা করে তৎকালীন আমি বুঝতে না পেলে বাড়ি থুয়ে পালিয়ে যাই। এই বিষয়ে ভুক্তভোগী তৎকালীন ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে জানাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ও ঊর্ধ্বততম কর্মকর্তার কাছে দৃষ্টি আকর্ষণ করছি যত দ্রুত সম্ভব সমাধান করা হোক। ভোক্তাভোগে আরো জানান রইচ উদ্দিন ও তার বউ সহ সাতজন মিলে আমার ঘরের ওপর হামলা করে দেশীয় অস্ত্র দিয়ে বিভিন্ন জায়গায় কোপ ও বাড়ি দেয় আমার বাড়ির এরিয়ায় বেড়াও ভেঙে ফেলে। এই বিষয়ে এলাকার সকলের আতঙ্কে আছে। রইচ উদ্দিন এর বউ শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজের সহকারী শিক্ষিকা।