আমি মো:শাকিল খাঁন (২৬), পিতা: রইস উদ্দিন খানমোছাঃ সুলতানা ইয়াসমিন, জাতীয় পরিচয় পত্র নং- ৫৫৫৩৪৮৩৭৯২, ঠিকানা (স্থায়ী ও বর্তমান)–মধ্যপাড়া, ইউনিয়ন/ওয়ার্ড –সাদুল্লাপুর, থানা-পাবনা সদর, জেলা-পাবনা। ও বর্তমান ঠিকানাঃ সাদুল্লাপুর,থানা-পাবনাসদর, জেলা পাবনা। সাটিফিকেটটি গত শুক্রবার ২ আগস্ট ২০২৪,খ্রিঃ সকাল ১০:২৫ ঘটিকায় আতাইকুলা বাজারে ভিতরে যাতায়াতের সময় নিজের অজান্তে পরে যায়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করার পরেও কোন সন্ধান পাওয়া যায়নি । আমার স্কুল ও কলেজের সার্টিফিকেট (এসই.এস. সি – ২০১৪) হারিয়ে গিয়াছে। যাহার ক্রমিক নং- ৪১৮৫৩৫৩ রোল নং- ৩২৮০৬৫ রেজিষ্ট্রেশন নং- ৭৪০১০৬। এবং (এস.এস.সি- ২০১২) রোল নং- ৬৪৮৩০০। রেজিষ্ট্রেশন
৬৪২৫১৯। উক্ত সার্টিফিকেট সম্ভাব্য সকল স্থানে খোজা খুজি করিয়া কোথাও না ,সার্টিফিকেটটি সকল জায়গায় খোঁজাখুঁজি করার পরেও না পাওয়ায় আতাইকুলা থানায় হাজির হইয়া
একটি সাধারণ ডায়েরী দায়ের করি। উক্ত সাধারণ ডায়েরী নং ৫৩৪।
-মো:শাকিল খাঁন