ফাতেমা আক্তার মাহমূদা ইভা, বিশেষ প্রতিনিধিঃ
আসাদুজ্জামান খান কামাল বলেন, নারায়ণগঞ্জে পাঁচজন এমপি। সবাই আমার প্রিয় ব্যক্তিত্ব আজ সামনে নির্বাচন এ শামীমের ডাকে আপনারা যেভাবে এসেছেন, এখানে লাখো জনতার ঢল নেমেছে।১৬ সেপ্টেম্বরশনিবার ( বিকেলে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় নারায়ণগঞ্জ- সাংসদ শামীম ওসমানের আহ্বানে ৪ আসনের সভাপতিত্বে ‘বীর বাঙালি ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো’ শ্লোগানে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ কখনও ষড়যন্ত্র বা পেশিশক্তিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ জনতার শক্তিতে বিশ্বাস করে। বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ চেয়েছিলেন। সেই বাংলাদেশ হারিয়ে গিয়েছিল। বঙ্গবন্ধুকন্যার হাত ধরে আমরা সেই চেতনার বাংলাদেশ ফিরে পেয়েছি।
শেখ হাসিনা শুধু আমাদের নেতা নন। তিনি আরো বলেন,শেখ হাসিনা বিশ্ব নেতা, সারা বিশ্বে তার প্রশংসা। কোন জায়গা থেকে কোথায় নিয়ে এসেছেন তিনি আমাদের দেশকে। আমাদের দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ফলে আমরা মোকাবিলা করতে পারি অনেক ক্রাইসিস বঙ্গবন্ধুর আমলে জাহাজ ঘুরিয়ে দিয়ে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল। আজ আমরা সব দিকে স্বয়ংসম্পূর্ণ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার প্রেসিডেন্ট হেনরি কিসিঞ্জার বলেছিলেন, বাংলাদেশ বটমলেস বাস্কেট। আজ সে দেশের প্রেসিডেন্ট বলেন, যদি উন্নত হতে চাও বাংলাদেশকে অনুসরণ করো।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়বেন। আমরা স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবো ২০৪১ সালের মধ্যে। আমার গর্ব হয়, এই প্রজন্ম নিয়ে। স্মার্ট বাংলাদেশের মূল কারিগর হবে আমাদের নতুন প্রজন্ম।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া বলেছিলেন, সাবমেরিন কেবল দিয়ে তথ্য পাচার হয়ে যাবে তিনি বলেন, দরকার নাই আমাদের ডিজিটাল হওয়ার। কেবলের মাধ্যমে যোগাযোগ উন্নত হয়েছে আজ সেই। এটাই ডিজিটাল বাংলাদেশ। আমরা বিদেশে গেলে বলতো আগে তোমাদের পরে পাস দেব, অন্যদের আগে দিত। আমরা বিদেশে গেলে এখন মাথা উঁচু করে বলতে পারি, আমরা বাংলাদেশের মানুষ।
আব্দুল হাই, সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি , সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল,সহ-সভাপতি মহানগর আওয়ামী লীগের সিনিয়র ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, সাধারণ সম্পাদক খোকন সাহা, সোনারগাঁ থানা কায়সার হাসনাত আওয়ামী লীগের সভাপতি মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু প্রমুখ উপস্থিত ছিলেন।