সাবমেরিন ক্যাবলে কুতুবদিয়ায় পৌছালো জাতীয় গ্রিডের বিদ্যুৎ
মাসুদ পারভেজ
বৃহত্তর চট্টগ্রামের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে পেলো বিদ্যুৎ সংযোগ। বুধবার (১২ এপ্রিল) রাতে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে স্থাপন করা বিদ্যুত লাইনের মাধ্যমে কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ শুরুর মধ্য দিয়ে দেশের দুর্গম দ্বীপটি বিদ্যুতের জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এ দ্বীপে স্বাভাবিক লাইন নির্মাণের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের কোনো সুযোগ না থাকায় সাবমেরিন কেবল ব্যবহার করা হয়েছে। কক্সবাজারের মাতারবাড়ী থেকে রিভারক্রসিং টাওয়ারের মাধ্যমে ৩৩ কেভি (কিলোভোল্ট) ওভারহেড লাইন এবং কুতুবদিয়া চ্যানেলের তলদেশে পাঁচ কিলোমিটার ডাবল সার্কিট সাবমেরিন কেবল স্থাপনের মাধ্যমে সংযুক্ত হয়েছে দুর্গম এ দ্বীপ।
কুতুবদিয়া দ্বীপে ২০০৫ সালে দুটি জেনারেটরের মাধ্যমে উপজেলা সদর ও কিছু এলাকায় সন্ধ্যার পর কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ করে আসছিল পিডিবি। দেশব্যাপী শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে ২০২০ সালে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে ‘হাতিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন’ প্রকল্প হাতে নেওয়া হয়। ২০২৩ সালের জুন পর্যন্ত প্রকল্পটির মেয়াদ রয়েছে। গত বছরের ১১ নভেম্বর নোয়াখালীর হাতিয়া দ্বীপে বিদ্যুতায়ন হয়েছে। হাতিয়ার পর জাতীয় গ্রিডের সাথে যুক্ত হলো কুতুবদিয়া দ্বীপ।