সাথী সমাবেশ, যশোর অন্চল,বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির
মো: হানজালা শার্শা( যশোর) প্রতিনিধি
২৭সেপ্টেম্বর, শুক্রবার বিকেল ৩টায়, যশোর জেলা মিলনায়তনে যশোর অন্চলের সাথীদের নিয়ে এক বিশাল সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়।এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে,বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই কোরআনের দার্স এর মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।দার্স পেশ করেন, যশোর শহর শাখার সহকারী অর্থ সম্পদক,বাংলাদেশ জামাত ইসলাম।তারপরে ইসলামি সংগীত পেশ করেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের, শিল্পীরা।এর পর বক্তব্য পর্বের প্রথমেই বক্তব্য পেশ করেন, বাংলাদেশ জামায়েত ইসলামির,যশোর জেলা পশ্চিম, যশোর জেলা পূর্ব ও যশোর শহর সাংগঠনিক জেলার আমির।এর পর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের, সবেক কেন্দ্রীয় কার্যকার পরিষদের সদস্য ও জেলা সভাপতি আব্দুর রহমান সোহাগ।আরও বক্তব্য রাখেন এ্যডভোকেট আঝারুল ইসলাম, সাবেক কার্যকর পরিষদের সদস্য ও জেলা সভাপতি।আরও বক্তব্য রাখেন খুলনা মহানগরীর সাবেক সভাপতি, সাইদুর রহমান সাঈদ।আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ব্যবসা ও শিক্ষা সম্পাদক, মো: সালাউদ্দিন সহ কয়েক জন সাবেক জেলা সভাপতি।সাথীদের উপস্থিতে ভরে ওঠে পুরো বিডি হল।প্রধান অতিথি মো: মঞ্জরুল ইসলাম ভাই, সাথীদের প্রশ্ন উত্তর পর্বের পর, ৩০ মিনিটের মতো বক্তব্য রাখেন। তিনি তার ৩০ মিনিটের মতো বক্তব্যে সাথীদের কে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি আছর বাদ সমাপ্তি হয়।