সাতক্ষীরা শহরে জার্মান কো-অপারেশন এবং সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় ও সমাজসেবা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল পরিদর্শনে
এস এম নূর ইসলামঃ
বাংলাদেশের সরকারের একটি প্রতিনিধি দল জিআইজেড বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত, আরবান ম্যানেজমেন্ট অফ ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ (ইউএমআইএমসিসি) আরবান ম্যানেজমেন্ট অফ মাইগ্রেশন এন্ড লাইভলিহুড (ইউএমএমএল) প্রকল্পের, বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন
জলবায়ু পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ অভিবাসনের নগর ব্যবস্থাপনা আরবান ম্যানেজমেন্ট অফ মাইগ্রেশন এন্ড লাইলিহুড (ইউএমএমএল)/আরবানম্যানেজমেন্ট অফ ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টুক্লাইমেট চেঞ্জ (ইউএমএমসিসি) প্রকল্পটি ২০১৮ থেকে জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএমজেড) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অর্থায়নে চলমান রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জিআইজেড বাংলাদেশ কর্তৃক প্রকল্পটি বাস্তবায়নধীন রয়েছে ।
এই প্রকল্পের উদ্দেশ্য হল রাজশাহী সিরাজগঞ্জ সাতক্ষীরা ও বরিশাল শহরে প্রয়োজন ভিত্তিক পদক্ষেপের মাধ্যমে ৪৭টি বস্তিতে জলবায়ু অভিবাসীদের জীবনযাত্রার মান উন্নয়ন করা ।
এই প্রকল্পটির বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের জন্য
,৩০ জুলাই ২০২৩ সাতক্ষীরা শহরে জার্মান কো-অপারেশন এবং বাংলাদেশের সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় ও সমাজসেবা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল পরিদর্শনে আসেন। প্রতিনিধি দলটি জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত ও জলবায়ু অভিবাসীদের জীবনমান উন্নয়নে জার্মান সরকারের অর্থায়নে এবং জিআইজেড বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত, আরবান ম্যানেজমেন্ট অফ ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ (ইউএমআইএমসিসি) আরবান ম্যানেজমেন্ট অফ মাইগ্রেশন এন্ড লাইভলিহুড (ইউএমএমএল) প্রকল্পের, বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন , এবং কমিউনিটির জনসাধারণের সাথে বিশেষ করে, মহিলাদের সাথে এক মতবিনিময় সভা করেন ,
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন
মোঃ কামরুজ্জামান - অতিরিক্ত পরিচালক, ডিএসএস, ঢাকা
জনাব কামাল হোসেন তালুকদার-পরিচালক, আইএমইডি ঢাকা
জনাব হাসান - উপসচিব, ইআরডি
.জাহান আরা - উপসচিব, সমাজ মন্ত্রণালয়
কল্যাণ, প্রকল্প পরিচালক, UMIMCC/UMML,
মোঃ কামরুজ্জামান
তাহমিনা জাকারিয়া - উপসচিব, পরিকল্পনা কমিশন, আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ,
,এছাড়াও উপস্থিত ছিলেন, সন্তোষ কুমার নাথ
উপ পরিচালক, সমাজসেবা কার্যালয় সাতক্ষীরা
রোকন উজ্জামান, সহকারি পরিচালক সমাজসেবা কার্যালয় সাতক্ষীরা,
মিজানুর রহমান , সমাজসেবা অফিসার, সমাজসেবা কার্যালয় সাতক্ষীরা
লিপি শেঠ, সিনিয়র কো-অর্ডিনেটর,
রতন মানিক সরকার, , এ্যাডভাইজার, জিআইজেড
এছাড়াও সন্মন্বিত সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তা, সিডিসি নেতৃবৃন্ধ, এনজিও প্রতিনিধি সন্মন্বিত অতিথি হিসেবে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।