মোঃ জিহান বিশেষ প্রতিনিধি
সাতকানিয়া উপজেলার কলেজ রোড এলাকায় একটি জরাজীর্ণ ব্রিজ ভেঙ্গে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজটির অবস্থা দীর্ঘদিন ধরে বিপজ্জনক হয়ে পড়েছে, যেকোনো সময় এটি সম্পূর্ণরূপে ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
ব্রিজটির উপর দিয়ে প্রতিদিন শত শত মানুষ, যানবাহন চলাচল করে, যার ফলে ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে। ইতোমধ্যে ব্রিজের কিছু অংশে ফাটল দেখা দিয়েছে এবং লোহার অংশগুলো ভেঙে পড়েছে বলে অভিযোগ করছেন এলাকাবাসী।
এলাকাবাসীরা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। তারা দ্রুত ব্রিজটি সংস্কার বা নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন এবং উপজেলা প্রশাসন সাতকানিয়া’র সুদৃষ্টি কামনা করেছেন।
স্থানীয় একজন বাসিন্দা বলেন,
"প্রতিদিন আমরা জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ পার হচ্ছি। ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে। আমরা চাই দ্রুত পদক্ষেপ নেওয়া হোক, নাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।"
এ বিষয়ে সাতকানিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, দ্রুত এই ব্রিজ সংস্কারের ব্যবস্থা নিয়ে মানুষের জীবনরক্ষা নিশ্চিত করা হোক।
---