সাংবাদিক মোকলেছুরকে মানহানিসহ ও অসম্মান পূর্বক আচরণ করায় :ডাঃ শান্তনু"র বিরুদ্ধে তীব্র নিন্দা
মোল্লা জাহাঙ্গীর আলম_ খুলনা //
সাংবাদিক মোকলেছুর রহমানকে মানহানিসহ অসম্মান পূর্বক আচরণ, দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ শান্তনু বাবুর অসাধ্য আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
গত সোমবার ২৪ জুলাই ২০২৩ এর দুপুর ১২ টা ২০ মিনিটে দাকোপ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মা ও শিশুবিষয়ক চিকিৎসক ডাঃ শান্তনু বাবুর সরকারি চেম্বারে অকাঙ্খকিত ঘটনা ঘটেছে।
আলোর খবরের প্রকাশক সম্পাদক সাংবাদিক মোকলেছুর রহমানকে মানহানিসহ অসম্মান পূর্বক আচরণ করেন, ডাঃ শান্তনু বাবু।
সরজমিনে উপস্থিত হয়ে জানা যায়,সাংবাদিক মোকলেছুর রহমানের আপন ভাগ্নের দু'মাসের শিশুপুত্র মারাত্মক বুকে কফ সমস্যা ও জ্বর নিয়ে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহিরাগত টিকিটের মাধ্যমে ডাঃ শান্তনু বাবুর চেম্বারে উপস্থিত হয়।
তখন ওই সময়ে ডাঃ শান্তনু বাবুর চেম্বারে সহকারী হিসেবে উপস্থিত ছিলেন শুভ দাস বাবু। যিনি জরুরী বিভাগে বিভিন্ন সময়ে দায়িত্বে থাকেন
হাসপাতালে গিয়ে জানা যায়, সাংবাদিক মোকলেছুর রহমানের পরিবারের লোকজন শিশুর অবস্থার অবনতি দেখে মোবাইলে জানান।তৎক্ষনিক দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান মোকলেছুর রহমান। চেম্বারের সামনে গিয়ে অনুমতি নিয়েই প্রবেশ করেন ভিতরে। উপস্থিত ডাক্তারের সহকারী শুভ দাসের সাথে আস্তে গোপনে ফিসফিস করে অনুরোধ করলেন।শিশুর অবস্থা খুব খারাপ।
আপনি যদি স্যারকে অনুরোধ করেন, তাহলে স্যার একটু আগে দেখে দিবেন। প্লিজ দাদা,স্যারকে একটু অনুরোধ করেন।
এমনটা বলার সাথে সাথে ডাঃ শান্তনু বাবু খেয়াল করেন। সাংবাদিককের উপর রেগেমেগে ক্ষিপ্ত হয়ে আঙ্গুল উচু করে বার বার জোরে জোরে বলেন, বের হন, আগে বের হয়ে কথা বলেন।আমি বলছি, আমার চেম্বার থেকে বের হন।
এমন পরিস্থিতির চিত্র উপস্থিত সাথে থাকা আরো দু সাংবাদিক ও বিশ থেকে পঁচিশ জন মহিলা দেখেছেন।
তাছাড়া হাসপাতালে ওই সময়ে সহকারী দায়িত্বে থাকা শুভ দাস অভাক হয়ে ঘটনার চিত্র উপলব্ধি করেন।
পরে শিশুটির অবস্থার অবনতি দেখে পরিবারের সদস্যরা খুলনা শিশু হাসপাতালে জরুরী ভাবে নিয়ে ভর্তি করে।
এ বিষয় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ সুদীপ বালাকে জানানো হলে তিনি, বলেন আমি বিষয়টি শুনেছি। আমি এখন ঢাকায় অফিসিয়াল কাজে এসেছি। রাতে চালনা ফিরবো।
সকালে আবার খুলনায় জরুরী মিটিং রয়েছে। উক্ত বিষয়টি নিয়ে বিকালে বসতে চাই।
এ ঘটনায় দাকোপের সুশীল সমাজ গন্যমান্য ব্যক্তিবর্গ সাধারণ মানুষ, ও বাংলাদেশ প্রেসক্লাব দাকোপ উপজেলা শাখার সকল সদস্য নেতৃবৃন্দ, এমন অসাধু আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন।
তাছাড়া এর সঠিক বিচার না হলে। আসছে আগামী বুধবার হাসপাতাল মুখে ডাঃ শান্তনু বাবুর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন।