এস এম আলমগীর চাঁদ ( সাঁথিয়া, পাবনা প্রতিনিধি )
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় পাবনার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ নতুন পাড়া ব্রীজ সংলগ্ন রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছিল ।এতে চরম ভোগান্তিতে পড়তে হত স্থানীয় পথচারী ও এলাকাবাসী দের ।ভ্যান,রিকশা সহ অন্যান্য পরিবহন এবং মালামাল পরিবহনে ব্যাপক ভোগান্তিতে পড়তে হত শত মানুষের ।ঘুঘুদহ নতুন পাড়া এবং মাছখালী গ্রামবাসীদের কাছে রাস্তাটি অধীক গুরুত্বপুণ ।এই রাস্তা দিয়েই তাদের এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে হয় ।এই গুরুত্বপুর্ন রাস্তাটির অবস্হা এতটাই বেহাল হয়ে পড়েছিল যে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছিল । একটুখানি বৃষ্টি হলেই খানাখন্দে ভরা রাস্তাটি কর্দমাক্ত হয়ে যেত । অবশেষে স্থানীয় সমাজসেবক হাফিজুর রহমান হাফিজের নিজস্ব অর্থায়নে রাস্তাটি নির্মাণ করা হল । রাস্তাটি তৈরীতে প্রয়োজনীয় উপাদান এবং শ্রমিক সহ যাবতীয় খরচ তিনি নিজেই বহন করেন ।
স্থানীয় গ্রামবাসী জানান, হাফিজুর রহমান হাফিজ একজন অত্যান্ত জনদরদী একজন মানুষ ।তিনি গরীব দুঃখী মেহনতি মানুষের বন্ধু ।আমরা সুখে, দুঃখে সবসময়ই তাকে পাশে পাই ।এলাকার রাস্তাঘাট, মসজিদ মন্দির, স্কুল কলেজের উন্নয়নে তিনি অকাতরে অর্থ বিলিয়ে দেন ।এলাকাবাসী জানান, রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের একদম অনুপযোগী হয়ে পড়ে ছিল ।আমরা গ্রামবাসীরা তার কাছে মেরামতের আবেদন জানালে নিজস্ব অর্থায়নে তিনি তা মেরামত করে দেন । তার এই মহান উদ্যোগ কখনও ভোলার নয় । গ্রামবাসীরা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
এ বিষয়ে হাফিজুর রহমান হাফিজ জানান, আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ।বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা বিনির্মাণে সর্বদা কাজ করে যাচ্ছি । জাতির ভবিষ্যত যুবসমাজের উন্নয়নে সর্বদা সঠিক দিক নির্দেশনা প্রদান করি । দেশ ও দশের উন্নয়নে সদা প্রস্তুত আছি ।
উল্লেখ্য, হাফিজুর রহমান হাফিজ বাংলাদেশ সেনাবাহিনীর (অবঃ) সার্জেন্ট । তিনি মানব সেবার মহান কারিগর, নিঃস্বার্থ দেশপ্রেমিক, অদম্য নির্ভীক জনদরদী । তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ।