সাঁথিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত
ক্যামেরা ও লোগো ভাঙচুর।
বিশেষ প্রতিনিধি: আরিফ খান জয়
সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলার সাঁথিয়া প্রতিনিধি মানিক মিয়া রানা, প্রতিদিনের সংবাদের পাবনা জেলা প্রতিনিধি খালেকুজ্জামান পান্নু, আরটিভির উত্তর প্রতিনিধি তাইজুল ইসলাম, মোহনা টিভির পূর্ব প্রতিনিধি ইকবাল হোসেন, আনন্দ টিভির সাঁথিয়া প্রতিনিধি মনোয়ার পারভেজ মানিক ও মানবকন্ঠের সাঁথিয়া প্রতিনিধি এমজে সুলভ বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১১ টায় নন্দনপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামে বাড়িঘর ভাংচুরের সংবাদ সংগ্রহ করতে গেলে মৃত একেন আলী সরদারের ছেলে নাসির হোসেন (৪২) ও হেলাল হোসেন (৪৫) সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ,লাঞ্ছিত করে। এ সময় আরটিভির উত্তর প্রতিনিধি তাইজুল ইসলামের হাতে থাকা ক্যামেরা ছিনিয়ে নেয় এবং আনন্দ টিভির সাঁথিয়া প্রতিনিধি মনোয়ার পারভেজ মানিকের লোগো (বুম) ভাঙচুর করে পুকুরে ফেলে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে।