আরিফ খান জয় বিশেষ প্রতিনিধি:
পাবনা সাঁথিয়ায় পাবনা-১ আসনের সংসদ সদস্য, বর্তমান ডেপুটি স্পিকারের নামে বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু কলেজে দুর্বৃত্তদের হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে । সাঁথিয়া উপজেলার চোমরপুর গ্রামে বর্তমান ডেপুটি স্পিকারের নামে সদ্য স্থাপিত কলেজটির নতুন ভবন নির্মাণাধীন ক্যাম্পাসে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে দুর্বৃত্তরা হামলা চালিয়ে সাইনবোর্ড, নির্মাণাধীন ওয়াল, যন্ত্রপাতি, পানি সরবরাহের পাইপ, মাটি কাটার এসকেভেটার বা ভেকু মেশিনের কাঁচ ভাঙচুর করে।
কলেজের নৈশ প্রহরী কামরুজ্জামান সেলিম জানায়, রাত আনুমানিক ৯ টার দিকে ৩০ থেকে ৪০ জন দুর্বৃত্ত এসে অতর্কিত হামলা চালায়। আমি প্রাণভয়ে নির্দিষ্ট দূরত্বে অবস্থান নেই। ঘটনার সময় আমি তাৎক্ষণিক আমাদের প্রিন্সিপাল স্যারকে জানাই।
এ ঘটনায় সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। কলেজে ভাঙচুরের ঘটনার সত্যতা মিলেছে। অভিযোগের ভিত্তিতে খুব দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।