এস এম আলমগীর চাঁদ ( সাঁথিয়া, পাবনা প্রতিনিধি )
পাবনার সাঁথিয়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা খোকন কে মারপিটের ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতার কৃতরা হল উপজেলার চকনন্দন পুর গ্রামের জামাল সরদারের ছেলে মেহেদী হাসান রুবেল ( ৩৫) ,সাঁথিয়া পৌরসভার সবুর শেখের ছেলে মেহেদী হাসান (২৮)ও ফকির পাড়া গ্রামের আইয়ুব মুন্সীর ছেলে সাদ্দাম হোসেন ( ৩২)।
সাঁথিয়া থানায় অভিযোগ সুত্রে জানা যায়, গত ৮ অক্টোবর বিকাল তিন টার দিকে সাঁথিয়া থানার সামনে রূপালী নীচে পুর্ব শত্রুতার জের ধরে মেহেদী হাসান রুবেল ও মেহেদী উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন কে অকথ্য ভাষায় গালিগালাজ করে ।ঐ দিন বিকেল সাড়ে চার টায় তিনি সাঁথিয়া বাজারস্হ আব্দুল লতিফের বিল্ডিং যে মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা সুলতানা শিলার বাসায় প্রয়োজনীয় কাজে দেখা করতে গেলে রুবেল ও মেহেদী হাসানের নেতৃত্বে ৫ জন মিলে তাকে মারপিট করে ।
এ ঘটনায় তিনি রুবেল সহ ৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন ।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) রফিকুল ইসলাম খান জানান, অভিযোগের ভিত্তিতে পলাতক আসামী রুবেল, মেহেদী ও সাদ্দাম কে ১৩ অক্টোবর রাতে জেলার চাটমোহর থেকে গ্রেপ্তার করা হয় । শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কে জেলহাজতে পাঠানো হয়েছে ।
উল্লেখ্য, ৮ অক্টোবর বিকালে একজন মহিলার সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে সোহেল রানা খোকন কে মারপিট করে তারা যার ভিডিও স্যোস্যাল মিডিয়াতে ভাইরাল হয়।
এ বিষয়ে ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র মুলক অভিযোগ এনে তাকে মারধর করা হয়েছে এবং তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে ।