পাবনা জেলা প্রতিনিধি: আরিফ খান (জয়)
শীতের আগমনের সাথে সাথে প্রকৃতি তার রূপ বদলায়। তখন প্রত্যন্ত গ্রামাঞ্চলে ফসলের মাঠজুড়ে সরিষা ফুলের হলুদ সমারোহ যেন সৌন্দর্যের দিগন্ত উন্মোচিত করে, মৌমাছি গুলো ছুটে চলে মাঠের পর মাঠ আপন সুরে! কৃষানের ফসলের মাঠ সাজে নতুন রূপে, যা অনুপ্রেরণা দেয় কবিদেরও। এ নিয়ে কবিদের হাজারও কবিতা রয়েছে। যেখানে এ ফুলের সৌন্দর্য ও এর সাথে সম্পর্কিত প্রকৃতির রূপের নানা দিককে তুলে ধরেছেন তারা।
পাবনা সদর উপজেলার বিভিন্ন এলাকার ফসলের মাঠে ছড়িয়ে পড়েছে সরিষা ফুলের সোনালি রঙ। এ ফুলের সমারোহ একদিকে যেমন চোখে পড়ে, তেমনি হৃদয়ে এনে দেয় শান্তির অনুভূতি। প্রকৃতিপ্রেমীরা শীত মৌসুমে গ্রামে চলে আসেন সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে, যেন এক মায়াবী দৃশ্যের মধ্যে ডুবে যান।
পাবনা সদর উপজেলায় এ বছর প্রায় ১১ হাজার ৫৩০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। বিশেষ করে বারি-১৪ ও বারি-১৫ জাতের সরিষা চাষে কৃষকরা বেশি আগ্রহী, কারণ এ জাতের ফুলের ফলন বেশ ভালো
সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর আশুতোষপুর এলাকার কৃষক গোলাপ সরদার জানান, এ বছর ২ বিঘা জমিতে বারি-১৪ জাতের সরিষা চাষ করেছি। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোস বলেন, শীত মৌসুমে সরিষা ফুল ফুটলে শহর থেকে প্রকৃতিপ্রেমীরা সুযোগ পেলে গ্রামে ছুটে আসেন। শহরের যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে কিছু সময় গ্রামীণ ঐতিহ্যের মধ্যে মিশে যান। তিনি আরও জানান, এ বছর সরিষার আবাদ গত বছরের তুলনায় ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। আশা করা যায় ফলনও গত বছরের চেয়ে বৃদ্ধি পাবে।