সংবাদদাতা মোঃ কামাল পাঠান,
ব্রাহ্মণবাড়িয়া সরাইল কালিকচ্ছ ইউনিয়নের মৃত তৈয়ব খানের মেয়ে মোসাম্মৎ ফাতেমা বেগম ৩৫ পরকীয়া প্রেমিক রায়হান ৩৮ কে নিয়ে উধাও।
মামলা ও পারিবারিক সূত্রে জানা যায় সরাইল সৈয়দটুলা গ্রামের আব্দুল আলীম মিয়ার ছেলে মোহাম্মদ নাসির মিয়ার সাথে ১৪ বছর আগে তাদের বিবাহ সম্পন্ন হয়, মোহাম্মদ নাসির মিয়া প্রবাসী, প্রবাস থেকে তার কষ্টে অর্জিত টাকা স্ত্রী ফাতেমার নামে বাড়িতে পাঠাতেন ।
এই দিকে ফাতেমা পরকীয়া প্রেমিক রায়হানকে নিয়ে নানান ধরনের ফন্দি হাটে এবং শেষ পর্যন্ত নগদ ১২ লক্ষ টাকা এবং পাঁচ ভরি স্বর্ণ নিয়ে রায়হানের হাত ধরে গত ৩ মার্চ বাড়ি থেকে পালিয়ে যাই। এখন পর্যন্ত তাদেরকে খুঁজে কোথাও পাওয়া যায়নি। ফাতেমা পালানোর আগে কৌশলে স্বামীর কাছ থেকে সাড়ে চার শতক জায়গাও রেজিস্ট্রি কোরিয়া নেই। উক্ত বিষয়গুলো কে উল্লেখ্য করে প্রবাসী নাসির মিয়ার বাবা আব্দুল আলীম মিয়া সরাইল থানার একটি অভিযোগ দায়ের করেছে।
উল্লেখ্য ঃ- নাসিরের পরিবারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তাদেরকে ধরিয়ে দিতে পারলে উক্ত ব্যক্তিকে পুরস্কৃত করা হবে। মোবাইল – ০১৭৩১ ৮৫১৮৩৪