নিজস্ব সংবাদদাতা মোঃ কামাল পাঠান।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পরিক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশাররফ হোসাইন বরাবর লিখিত আবেদন প্রদান করেছে সরাইল সরকারি কলেজের এইচএসসি ব্যাচ-২০২৫ এর শিক্ষার্থীরা।
সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের কার্যালয়ে এ লিখিত দাবি নিয়ে উপস্থিত হয় ছাত্রছাত্রীরা।
লিখিত আবেদনে শিক্ষার্থীরা উল্লেখ করেন, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আমাদের এইচএসসি পরিক্ষা অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হবে। সরাইল থেকে অরুয়াইল-এর দূরত্ব অনেক এবং রাস্তার অবস্থা সূচনীয়। এমতাবস্থায় সরাইল সরকারি কলেজের প্রায় ৬০০ শিক্ষার্থী যেখানে যথাসময়ে উপস্থিত হয়ে পরিক্ষা দেওয়া কষ্টসাধ্য ও প্রায় অসম্ভব। সরাইল সরকারি কলেজে ব্রাহ্মণবাড়িয়া সদর, শাহজাদাপুরসহ দূরদূরান্ত থেকে শিক্ষার্থী এসে পড়াশোনা করে বিধায় তাদের জন্যে আরও কষ্টকর হবে।
শিক্ষার্থীদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশাররফ হোসাইন তাৎক্ষনিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেন এবং শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা ও নানা বিষয় উল্লেখ করে তাদের সুবিধার্থে কেন্দ্র পরিবর্তন করে সরাইল সরকারি কলেজ, সরাইল মহিলা কলেজ এবং শাহবাজপুরের তিতাস মডেল কলেজের শিক্ষার্থীদের পরিক্ষা কেন্দ্র কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে এবং অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও পানিশ্বর হাইস্কুল এন্ড কলেজের পরিক্ষা অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত করার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে চিঠির মাধ্যমে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি তোমাদের আশ্বস্ত করছি এ বিষয়ে যতটুকু সম্ভব আমি করবো এবং আশা করছি কেন্দ্র পরিবর্তন করে তোমাদের যাতায়াত সুবিধামতো স্থানেই পরিক্ষা কেন্দ্র আনা হবে।
এদিকে শিক্ষার্থীদের আবেদন পেয়ে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করায় সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররফ হোসাইনকে ধন্যবাদ জানিয়েছে এইচএসসি ২০২৫ এর শিক্ষার্থীরা।