মোঃ শহিদুল ইসলাম
মাগুরা জেলার বগিয়া ইউনিয়নের আলোকদিয়া পুখরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে "সময়ের বাতিঘর যুব সংগঠন" এর আয়োজনে শুরু হল ৮ (আট) দলীয় ফুটবল টুর্নামেন্ট৷ ২৫শে আগস্ট ২০২৩ রোজ শুক্রবার বিকাল তিনটায় ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়৷
খেলার উদ্বোধন করেন ০৪ নং বগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর রওনক হোসেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে বগিয়া ইউনিয়ন ক্রীড়া একাদশ বনাম "আড়পাড়া" ফুটবল একাদশ৷ বল যতই গড়াচ্ছে বাড়ছে টান টান উত্তেজনা আর সে সাথে দর্শকদের হাত তালি, দীর্ঘ দিন পর ফুটবল টুর্নামেন্টের খেলা দেখে আলোকদিয়া পুখরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এভাবেই মেতে উঠে দর্শকরা ।
"সময়ের বাতিঘর যুব সংগঠন" এর উদ্যোগে আয়োজিত ফুটবল খেলা দেখতে ঢল নামে হাজারো মানুষের । সুস্থ ধারার খেলা ধুলার মাধ্যমে সামাজিক অস্থিরতা রোধ করতে এ আয়োজন করছেন বলছে আয়োজকরা।
খেলোয়ারদের পায়ে বল গড়ানোর সাথে বাড়তে থাকে দর্শকদের উচ্ছাস আর উত্তেজনা। মাঠের চার পাশ তখন হাজারো ফুটবল প্রেমী মানুষের ঢল। সবার দৃষ্টি মাঠের খেলোয়াদের পায়ের দিকে। মাগুরা জেলার বগিয়া ইউনিয়নের আলোকদিয়া পুখরিয়া বিদ্যালয় মাঠে বল নিয়ে খেলোয়ারদের পায়ের কসরতে প্রাণ ফিরে পায় সবুজ মাঠ৷ গ্রামীণ জনপদে আবহমান বাংলার জনপ্রিয় এ ফুটবল খেলার প্রচারণা তেমন চালাতে হয়নি।
কিন্ত দুপুর পর থেকেই মাঠে তিল ধারণের যেন ঠায় নেই। খেলা দেখতে ঢল নামে নানা শ্রেনীর পেশার মানুষের। বেশ কয়েকজন দর্শনার্থীর কাছে জানতে চাইলে বলেন, খুব ভালো লাগছে খেলা দেখে। অনেক দিন ধরেই এই মাঠে ফুটবল খেলা হয়না। এমন সময় এ আয়োজন বেশ আনন্দ পায় দর্শনার্থীরা। এত সুন্দর ফুটবল খেলার আয়োজন করার জন্য তারা "সময়ের বাতিঘর যুব সংগঠন" কে ধন্যবাদ জানান৷
এদিকে গোল পোষ্টে বল ঠেলে দিতে দু পক্ষের ছিল সমান চেষ্টা৷ খেলোয়ারদের প্রেরণা দিতে মাঠের দর্শকদের উচ্ছাসের যেন কমতি ছিল না। আর দীর্ঘ দিন পর মাঠে খেলা দেখাতে পেরে খুশি খেলোয়াররা।
খেলায় সার্বিক সহযোগিতা করেছেন "সময়ের বাতিঘর যুব সংগঠন" এর সকল সদস্য৷
খেলা শুরুর আগে আয়োজকরা খেলার উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন৷ "সময়ের বাতিঘর যুব সংগঠন" এর সভাপতি খন্দকার এজাজ হোসেন বলেন, আমরা সুস্থ ধারার খেলাধুলার মাধ্যমে যুব সমাজ কে এগিয়ে নিতে চাই। এ জন্য আগামীতেও এর ধারাবাহিকতা ধরে রাখার কথা বলেন তিনি।
এছাড়াও ফুটবল খেলার আয়োজক "সময়ের বাতিঘর যুব সংগঠন" সম্পর্কে সময়ের বাতিঘর যুব সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রিপন মোল্লার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমাদের সংগঠন একটি সামাজিক সংগঠন৷ আমাদের সংগঠনের কার্যক্রমের মধ্যে রয়েছে, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক উন্নয়নমূলক কাজ, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার উপকরণ প্রদান ও মেধাবৃত্তিমূলক বিভিন্ন কুইজ আয়োজন, বাল্যবিবাহ রোধ, দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসায় আর্থিক সাহায্য প্রদান, বৃক্ষরোপণ, মাদকবিরোধী আন্দোলন, নিরক্ষরতা দূরীকরণ৷
ক্রীড়া সম্পাদক মোঃ সুজন মোল্লা বলেন, এ খেলা এখন অনেকটা অপ সংস্কৃতির বেড়াজালে নতুন প্রজন্ম ভুলতে বসেছে। আগামীতেও এমন খেলার আয়োজন করবেন বলে তিনি জানান৷
সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ০৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধনী ম্যাচে শক্তিশালী বগিয়া ইউনিয়ন ক্রীড়া একাদশের সাথে তুমুলভাবে প্রতিদ্বন্দ্বীতা করে শক্তিশালী "আড়পাড়া" ফুটবল একাদশ। বগিয়া ইউনিয়ন ক্রীড়া একাদশের পক্ষে একটি করে গোল করেন যথাক্রমে লাবু, হাকিম এবং শাবু। উক্ত খেলায় বগিয়া ইউনিয়ন ক্রীড়া একাদশ ৩-০ গোলের ব্যবধানে জয়লাভ করে।