বাবুল হোসেন মুক্তাগাছা, ময়মনসিংহ (প্রতিনিধি)
পরিবেশ রক্ষায় আইনি কাঠামোর পাশাপাশি জনসচেতনতা জরুরী- উপজেলা নির্বাহী অফিসাস
বাংলাদেশের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় আইনি কাঠামো ও এর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা অধিক জরুরী বলে মনে করেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার জনাব একেএম লুৎফর রহমান। ‘‘প্লাস্টিক দূষণের সমাধানে শামিল হই সকলে’” প্রতিপাদ্যে ও ‘‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’’ ¯স্লোগানকে ধারণ করে মুক্তাগাছায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও সচেতন নাগরিক কমিটি (সনাক) মুক্তাগাছার সহযোগিতায় র্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণের মাধ্যমে উপজেলা পরিষদ এর সভাকক্ষে দিবসটি পালন করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্লাস্টিক বর্জ্যরে ক্ষতি হ্রাস এবং সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ ব্যবহার বর্জনে উৎসাহিত করা ও উপজেলা পর্যায়ে প্রতিটি অফিস কর্তৃক ‘ডাস্টবিন’ স্থাপনের জন্য একটি অফিস আদেশ প্রেরণের অনুরোধ করে চিঠি প্রদান করেন সনাক সদস্য ও মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী।
সভায় উপস্থাপিত অবস্থানপত্রে বলা হয় বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০০২ সালে বাংলাদেশ পলিথিন শপিং ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করেছে। এছাড়া সম্প্রতি বাংলাদেশ সরকার প্লাস্টিক দূষণ মোকাবেলায় বিশ্ব ব্যাংক প্রণীত একটি অ্যাকশন প্ল্যান নীতিগতভাবে গ্রহণের পাশাপাশি জেলা ও উপজেলা কার্যালয় ও প্রতিষ্ঠানসমূহে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ ব্যবহার বর্জনের নির্দেশনা দিয়েছে। উপরোক্ত নির্দেশনা এবং প্রতিপাদ্যের সফল বাস্তবায়নের লক্ষ্যে উক্ত অফিস আদেশ প্রেরণের অনুরোধ করা হয়। এছাড়া মুক্তাগাছা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ৫ একরের আয়তন বিশিষ্ট ‘বিষ্ণ সাগর’ নামক পুকুরের চারপাশ পলিথিন, প্লাস্টিক জাতীয় ও অন্যান্য বর্জ্যরে দুষণ থেকে মুক্ত করার অনুরোধ করা হয়। উক্ত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল হাই আকন্দ এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান জনাব মো: আরব আলী। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব রোমানা রিয়াজ। এছাড়া সনাক সদস্য মোহাম্মদ মুজাহিদুর রহমান, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি, শিক্ষার্থী, সনাকের ইয়েস সদস্য, এসিজি সদস্য উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বন বিভাগের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের গাছের চারা বিতরণ করা হয়।