আব্দুল কাইউম :
শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব লগ্ন ও দোল পূর্ণিমার পুণ্য তিথিতেকে ঘিরে পাবনা সদর উপজেলার পরমতীর্থ হিমাইতপুরধামে তিন দিন ব্যাপী ১৩৬ তম আবির্ভাব মহোৎসব শুরু হয়েছে।
আনুষ্ঠানিকতা যথাক্রমে ২৪,২৫,২৬ মার্চ ২০২৪ রবি, সোম, মঙ্গলবার পর্যন্ত চলবে,বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের লক্ষাধিক নানা বয়সের ভক্ত অনুরাগী আসতে শুরু করেছে, ভক্তদের সেবা ও আবস্থানের জন্য হিমাইতপুর আশ্রমে তৈরি হয়েছে সুসজ্জিত প্যন্ডেল, বিশ্রামাগার,গণশৌচাগার সহ বিভিন্ন সেবা। ৩ দিন ব্যাপী এ মহোৎসবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নেয়া হয়েছে ৪ স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
মহোৎসবে বিভিন্ন কর্মসূচীর প্রথম দিন ঊষালগ্নে মঙ্গলিকা,সকাল ৫.৪২ মিনিটে সমাবেত প্রার্থনা,সকাল সন্ধা বিরতিহীন নাম-ধ্যান,ভক্তি সংকীর্তন, কর্মী বৈঠক, দুপুরে আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরন,বিকেল ৩টা যুবসম্মেলন, রাময়ন গান,সন্ধা ৬.১৫ মিনিটে সমাবেত প্রার্থনা,ঋত্বিক পরিষদ সভা, ধর্মসভা,শুভ অধিবাস,বিশ্ব কল্যাণে বিশেষ প্রার্থনা ও রাতে লোকরঞ্জন আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে প্রথম দিন অতিবাহিত হবে।