শ্রীফলতলা ক্যাম্পের এসআই বাবুল ইসলামের সঙ্গে
সাক্ষাৎ: আ: রাজ্জাক শেখ ও জাহাঙ্গীর আলমের,
মো: কুরবান শেখ- রূপসা -খুলনা -প্রতিনিধি//
রূপসী রুপসার সাহসী সাংবাদিক ও রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ : রাজ্জাক শেখ এবং আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কমিটির সহ প্রচার সম্পাদক ও বাংলাদেশ প্রেসক্লাব রূপসা উপজেলা শাখা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা জাহাঙ্গীর আলমের চা খাওয়ার দাওয়াতে সাক্ষাৎ শ্রীফলতলা ক্যাম্পের এসআই বাবুল ইসলামের সঙ্গে।
গত শনিবার ১২ই আগস্ট এর সন্ধ্যায় খুলনা জেলা রুপসা থানার শ্রীফলতলা ক্যাম্পের এসআই বাবুল ইসলাম সাক্ষাৎকালে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের সব অনাচার, অনিয়ম, অভিযোগ, উন্নয়ন ও সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত করে এগিয়ে নিতে সাহায্য করেন।আমরা সেই সাংবাদিকতাই দেখতে চাই।
তিনি আরো বলেন,বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে সমাজের চিত্র, দেশ ও জাতির সামনে ফুটে উঠে।আপনাদের মাধ্যমেই আমরা জানতে পারি সমাজের বিভিন্ন অসংগতির তথ্য এবং তা দূর করার চেষ্টা করি।এসময় উপস্থিত ছিলেন উক্ত ক্যাম্পের পুলিশ সদস্য ও (বন্ধু)_ Anisur Rahman Babu//