মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ– শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান চার দিনের সফরে আজ (বৃহস্পতিবার) ২৬ অক্টোবর রাতে খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ২৭ অক্টোবর বিকাল চারটায় খুলনার নতুন রাস্তা আওয়ামী লীগের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১১ নভেম্বর খুলনায় আওয়ামী লীগের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। তিনি ২৮ অক্টোবর বিকাল চারটায় দৌলতপুর মহেশ^রপাশা আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। প্রতিমন্ত্রী ২৯ অক্টোবর বিকাল চারটায় দৌলতপুর বেবীস্ট্যান্ড চত্বরে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। ঐদিন রাতে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।