শেষ মুহূর্তের প্রচারণায় এক ধাপ এগিয়ে আবুল কালাম আজা
মোঃ রাজিব জোয়ার্দ্দার, বিশেষ প্রতিনিধিঃ
পাবনা -২ (,সুজানগর -আমিনপুর ) আসনের তৃণমূল বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সোনালি আঁশ প্রতীকের পক্ষে সুজানগর উপজেলায় লিফলেট বিতরণ ও গণসংযোগ প্রচারণা চালিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সকল থেকে সুজানগর উপজেলার, ভবানীপুর, খারপারা, রামজীবনপুর, কামারদুলিয়া, মথুরাপুর, সহ পৌর এলাকার বিভিন্ন দলীয় নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ প্রচারণা চালান।
সরেজমিনে গিয়ে দেখা যায়,সুজানগর- ২ আসনে উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আহমেদ ফিরুজ কবির ও তৃণমুল বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ ডোর টু ডোর প্রচারণায় নেমেছেন।
গণসংযোগকালে আবুল কালাম আজাদ বলেন, আমি মানুষের পাশে দাঁড়াতে রাজনীতিতে এসেছি। এ সময় তিনি ভোটারদের বিজয়ী হলে এলাকায় বিভিন্ন উন্নয়নের আশ্বাস দেওয়ার পাশাপাশি আগামী ৭ জানুয়ারি নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে সোনালী আঁশ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, তৃণমূল বিএনপি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক, আবুল কালাম আজাদ,মোঃ জেলাল হোসেন, নাইম শেখ, এস এম মাসুদ কামাল, রবিউল করিম, শেখ রবি, সহ দলের বিভিন্ন নেতা-কর্মীরা।