শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করবে স্বেচ্ছাসেবক লীগ—ভূমিমন্ত্রী
মাসুদ পারভেজ
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ শক্তিশালী সুসংগঠিত সংগঠনে পরিণত হবে। আমি আশা করছি স্বেচ্ছাসেবক লীগের বলিষ্ঠ নেতৃত্ব জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করবে এবং আগামী নির্বাচনে নৌকার বিজয়ে ভূমিকা রাখবে।”
রোববার (২৪ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর সার্সন রোড়স্থ ভূমিমন্ত্রীর বাসভবনে স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাহেদুর রহমান শাহেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাঈদ খান আরজু, সহ সভাপতি আব্দুল জলিল লিটন, মো. রেজাউল করিম, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ জসিম উদ্দিন, আলম রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক
মনিরুল ইসলাম বাবর, শাহনেওয়াজ কবির মামুন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক, আব্দুল গফুর, দপ্তর সম্পাদক আলী আকবর সুজন, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক, লোকমান দয়াল, নাট্য বিষক সম্পাদক মোহাম্মদ ফারুক, বানিজ্য বিষক সম্পাদক সিরাজুল মোস্তফা রাজু, ধর্ম বিষয়ক সম্পাদক নুরুল আলম, মানব সম্পদ বিষয়ক সম্পাদক ইরফান আহমেদ রুবেল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহীদ উল্লাহ শহীদ, যুবলীগ নেতা বাহাদুর খাঁন, জামশেদুল আলম পেয়ারু, এনামুল হক, মো. ওসমান চৌধুরী, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মো. মোস্তাক মুন্না, ইঞ্জিনিয়ার সেলিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা সোহেল আরমান, মোহাম্মদ রকিব,, জামশেদুল আলম, আসিফ, জাকারিয়া জেক, সিফাত, মিনহাজসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত বুধবার (৫ এপ্রিল) সংগঠনটির দপ্তর সম্পাদক উজ্জ্বল ধর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাঈদ খান আরজুকে কর্ণফুলী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে মনোনয়ন প্রদান করা হয়েছে।
এসময় গঠিত কমিটির নেতৃবৃন্দরা ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপিকে ফুলের শুভেচ্ছা জানান এবং ভূমিমন্ত্রী সকলকে ঈদের শুভেচ্ছা জানান।