মোঃ রাশিদুল হাসান জিহাদ, নিজস্ব প্রতিনিধিঃ আজ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি মুক্তাগাছা আয়োজিত ৫২ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মাহমুদা হাসান, উপজেলা নির্বাহী অফিসার, মুক্তাগাছা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য জননেতা কৃষিবিদ ডক্টর নজরুল ইসলাম (এমপি)। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল হাই আকন্দ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, রোমানা রিয়াজ, সহকারী কমিশনার (ভূমি), মোঃ ফারুক আহমেদ, অফিসার ইনচার্জ মুক্তাগাছা থানা, শাহাদাত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রমূখ। এসময় বিজয়ী দল মুক্তাগাছা আর কে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ নবারুণ বিদ্যানিকেতন এর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, রাজনৈতিক ব্যক্তিত্বসহ মিডিয়া ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।