শিবগঞ্জে মানবতার ফেরিওয়ালা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত
মোমিনুল ইসলাম মোমিন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
প্রশাসনের একজন কর্মকর্তা হিসেবে জনকল্যাণে নিরন্তর ছুটে চলা আবুল হায়াত স্যারের।
৮ এপ্রিল ২০২৩ তারিখ দুপুর ১২.৩০ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের মহদিপুর সাতভাইয়া পাড়া (বাগানবাড়ি) গ্রামের মোসা: বেবি, পিতা: মো: সাজেমান এর বাড়িতে আগুন লেগে ১টি টিনের বাড়ি সম্পূর্ণরুপে পুড়ে গেছে।
অপরদিকে একই দিনে বিকাল ৩.০০ টায় চককীর্তি ইউনিয়নের অন্তর্গত রাণীবাড়ি চাঁদপুর গ্রামের (১) মো: তেনু আলী, পিতা: সেতু প্রামাণিক (২) মো:ওয়াহাব আলী, পিতা: মো: মনিরুল ইসলাম (৩) মো: করিম আলী, পিতা: মো: মনিরুল ইসলাম এর বাড়িতে আগুন লেগে ৩ টি টিনের বাড়ি আংশিক পুড়ে গেছে।
মান্যবর জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খাঁন স্যারের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে চাল, ডাল, তেল, লবণ, চিড়া, চিনি, আটা, আলু, মুড়ি, ছোলা ও পেঁয়াজ সম্বলিত খাবার সামগ্রী সরবরাহ করা হয়েছে। সরকারের অন্যান্য সুবিধা পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রদান করা হবে।