শাহজাদপুর উপজেলা প্রতিনিধি (সিরাজগঞ্জ): আজ ১৫/১১/২০২৩ খ্রীষ্টাব্দ বুধবার সিরাজগঞ্জ জেলার শাহজাদপরে বেলা ১১:৩০ টায় বিসিক বাসস্ট্যান্ডে ফুট ওভার ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সিরাজগঞ্জ -৬ শাহজাদপুর আসনের মাননীয় এমপি ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।
সড়ক ও জনপথ বিভাগের তত্বাবধানে বিসিক বাসস্ট্যান্ড ও দিলরুবা বাসস্ট্যান্ডে তিন কোটি বত্রিশ লক্ষ টাকা ব্যয়ে দুটি ফুট ওভার ব্রিজ নির্মান করা হবে।
এ ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আবুল কালাম আজাদ, উল্লাপাড়া উপজেলার উপ বিভাগীয় প্রকৌশলী মাহবুবা আক্তার, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিরুল গনি চৌধুরী শুভ্র, সদস্য কে এম নাসির উদ্দীন, মোঃ শামসুল আলম, ইলিমগীর মাসুদ জেম, মো: বেলাল প্রামাণিক, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম মনি, জাতীয় শ্রমিক লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মমিনুল ইসলাম রিপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ফারুক হাসান কাহার ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রাসেল সহ আরো অনেকে।