সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কান্দাপাড়া গ্রামে অবৈধভাবে জায়গা দখলের অভিযোগ উঠেছে। জানা যায় মোঃ আব্দুল মোক্তাদির নামে গত ০৮/০২/২০২৪ ইংরেজি তারিখে কোথায় থেকে ইনজেকশন জারি করেন ওই জায়গার উপরে কোটের ইন্ডাকশন অমান্য করে ওই জায়গার উপরে বিল্ডিং নির্মাণের কাজ করার অভিযোগ উঠেছে তিনজনের নামে আব্দুল মোক্তাদির, মোঃ আব্দুল মজিদ,ছাইয়েদাতুল আরেফা। তাদের এত অপশক্তির উৎস কোথায়। এ বিষয়ে শাহজাদপুর থানার এসআই রঞ্জু ইসলামকে বললে তিনি বলেন আমরা সরজমিনে গিয়ে ওইখানে মানা করে দিয়ে আসছি শুধু এসআই রঞ্জুই নয় এসআই জাহিদুল গত ৮/২/২০২৪ তারিখে এসে সরজমিনে মোঃ আব্দুল মোক্তাদির সাথে কথা বলে যায়। আজ সকালে এ বিষয়ে মানা করতে গেলে কিছু সংখ্যক বকাটে ছেলেদের নিয়ে একজনের উপর হামলা করে। এই বিষয়ে আব্দুল মোক্তাদির সাথে কথা বলতে গেলে তিনি ফোন রিসিভ করেনি। পরবর্তীতে তার বাসায় গেলে সংবাদ কর্মীকে অসম্মান করেন।