মোঃ তারেক রহমান সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে এলজিইডি'র একটি সড়ক নির্মাণের অনিয়মের খবর সংগ্রহের সময় আব্দুল্লাহ মাহমুদ নামের একজন সাংবাদিকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে লুৎফর রহমান নামের ঠিকাদারের বিরুদ্ধে।
জানা যায়, শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের বেলতৈল বাজার থেকে শ্রীফলতা পর্যন্ত এলজিইডি'র রাস্তার মেইনটেনেন্স প্রকপ্লের অনুমোদন হয়। উক্ত কাজটি শাহজাদপুর বিআরডিবির চেয়ারম্যান মোঃ লুৎফর রহমানের মালিকানাধীন মেসার্স সুপ্তি টেডার্স টেন্ডারের মাধ্যমে কার্যাদেশ পায়।
এই বিষয়ে সাংবাদিক আব্দুল্লাহ মাহমুদ অভিযোগ করে বলেন, কার্যাদেশ অনুযায়ী উক্ত রাস্তার কাজটি গত ২২-২৩ অর্থ বছরে শেষ করার কথা থাকলেও ঠিকাদারের অবহেলা ও অব্যবস্থাপনার কারনে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে পারেননি। তার ফলে এলাকার কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষকে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
প্রায় ১ মাস পূর্বে রাস্তাটির কিছু অংশের প্রাইম কোড করা হয়, দীর্ঘদিন প্রাইম কোডের উপর দিয়ে যানবাহন চলাচল করার ফলে প্রাইম কোড অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয় এবং উঠে যায়। এমতাবস্থায় ঠিকাদার প্রতিষ্ঠান ওয়ারিং কোর্সের কাজ শুরু করেন।
খবর পেয়ে তিনি সড়ক নির্মাণ কাজের বিভিন্ন অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখতে পান এই প্রকল্পটির জালালপুর কাদাই বাদলা সড়কের বিভিন্ন স্থানে প্রাইম কোড উঠে গেছে এবং সেই অবস্থায় পরিস্কার না করে কার্পেটিং করা হচ্ছে । এছাড়াও সড়কের দুইপাশের সোল্ডারের ২ ফিট করে মাটির কাজ ধরা থাকলেও তা সঠিক ভাবে করা হয়নি।
এসময় উক্ত কাজের ঠিকাদার শাহজাদপুর বিআরডিবি'র চেয়ারম্যান লুৎ রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আচমকা আমার দিকে মারমুখী হয়ে তেরে আসেন। উপস্থিত লোকজন তাকে বাধা দিলে লুৎফর রহমান অকথ্য ভাষায় গালিগালাজ এবং আমাকে ও ক্যামেরাম্যানকে লাঞ্চিত করেন।
এই বিষয়ে শাহজাদপুর উপজেলা প্রকৌশলী মোঃ নুর নবীর কাছে জানতে চাইলে তিনি বলেন, দুই পাশের মাটির কাজ যথাযথো ভাবে না করলে ঠিকাদারের মাটির বিল কর্তন করা হবে। তিনি আরো জানান ঠিকাদার প্রতিষ্ঠানের গড়িমসির কারনে কাজটি যথা সময়ে শেষ করা যায়নি, আমরা চেষ্টা করছি প্রাইম কোডের যে জায়গা গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তা ট্যাককোট মেরে কাজটি শেষ করার জন্য।